রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউরোতে খেলতে চান, জানালেন রোনালদো

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   98 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ইউরোতে খেলতে চান, জানালেন রোনালদো

বয়স হয়ে গেছে ৩৮ বছর। আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০০। সর্বাধিক আন্তর্জাতিক গোল করেছেন পর্তুগিজ যুবরাজ। দেশের হয়ে ইউরো শিরোপা জিতেছেন। এরপরও নিজেকে ‘প্রমাণ করার’ চ্যালেঞ্জ দেখছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ইউরোপের শীর্ষ লিগ থেকে ‘বাতিল’ হয়ে বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো সেজন্য ২০২৪ সালের ইউরো খেলার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন।

আন্তর্জাতিক ফুটবল নিয়ে পরিকল্পনার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার সবসময় কিছু প্রমাণ করার থাকে, যখন আমাদের কিছু প্রমাণ করার থাকে না, ধরে নিতে হবে যে আমাদের জীবনের প্রাণ ফুরিয়ে যাচ্ছে। প্রতিবছরই সেজন্য আমার কিছু না কিছু প্রমাণের থাকে।’

ফুটবল উপভোগ করছেন এবং এগিয়ে যেতে চান জানিয়ে রোনালদো বলেছেন, ‘আমার বয়স সাড়ে ৩৮ বছর। আমি মনে করি, এখনও দারুণ কাজ করে যাচ্ছি আমি। যেমন- গোল করা, গোলে সহায়তা দেওয়া, দলে ডাক পাওয়ার জন্য ভালো প্রস্তুতি নেওয়া, ভালো বাছাইপর্ব পার করা, ইউরো চ্যাম্পিয়নশিপের লড়াই ভালো যাওয়া। গত ২১ বছর ধরে যা করেছি, তা এখনও করে যাচ্ছি। আমি এখনও দলের জন্য দরকারি। সেজন্য আমি খেলাটা উপভোগ করে যেতে চাই।’

Facebook Comments Box

Posted ১০:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com