রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৌম্য-সাইফদের বিশাল লক্ষ্য দিল লঙ্কানরা

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩   |   প্রিন্ট   |   151 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌম্য-সাইফদের বিশাল লক্ষ্য দিল লঙ্কানরা

ইমার্জিং এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বল হাতে ভালো করতে পারেনি বাংলাদেশ ইমার্জিং দল। জাতীয় দলের হয়ে খেলা ওপেনার আভিঙ্কা ফার্নান্দোর দুর্দান্ত এক সেঞ্চুরি ও টপ অর্ডারের ক্রসপুলে-ভানুকার ব্যাটে ৮ উইকেট হারিয়ে ৩৪৯ রান তুলেছে তারা। বাংলাদেশকে জয়ের জন্য দিয়েছে ৩৫০ রানের লক্ষ্য।

বৃহস্পতিবার কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ৫১ রান তোলে শ্রীলঙ্কা ইমার্জিং দল। ওপেনার লাসিথ ক্রসপুলে ২৮ বলে ৩১ রান করে ফিরে যান। এরপর তিনে নামা মিনোদ ভানুকাকে নিয়ে ১২৬ রানের দুর্দান্ত জুটি গড়েন আভিস্কা ফার্নান্দো।

মিনোদ ফিরে যান ৫৫ বলে ৫৭ রান করে। পাঁচে নামা পাসিন্দু সোরিয়াবান্দারার সঙ্গে ৭৫ রানের জুটি হয় আভিস্কার। সোরিয়াবান্দারা ফিরে যান ৩২ বলে চারটি চার ও দুই ছক্কায় ৪৩ রান করে। তাদের সঙ্গে দুর্দান্ত সব জুটি গড়া ওপেনার আভিস্কা পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন। তার ব্যাট থেকে আসে ১২৪ বলে ১৩৩ রানের দুর্দান্ত ইনিংস। তিনি ১৩টি চারের সঙ্গে তিনটি ছক্কা হাঁকান।

১৩৩ রানের ইনিংস খেলার পথে লঙ্কান ইমার্জিং দলের ওপেনার আভিস্কা ফার্নান্দো। ছবি: এসিসি
এরপর শেষ দিকে আশেন বান্দারা ২৫ বলে ৩৫ এবং অধিনায়ক দুনিথ ওয়েল্লালাগে ১৯ বলে ৩১ রান করলে সংগ্রহ ফুলে ফেঁপে ওঠে অনূর্ধ্ব-২৩ ফরম্যাটে হওয়া শ্রীলঙ্কা ইমার্জিং দলের।

বাংলাদেশ ইমার্জিং দলের হয়ে পেসার রিপন মন্ডল ও সৌম্য সরকার তিনটি করে উইকেট নিয়েছেন। তবে রিপন ১০ ওভারে খরচা করেন ৭১ রান। পার্ট টাইম স্লোয়ার মিডিয়াম পেসার সৌম্য ৫ ওভারে দেন ৫২ রান। বাঁ-হাতি স্পিনার রাকিবুল ১০ ওভারে ৬২ রান দিয়ে একটি ও ডানহাতি স্পিনার শেখ মাহেদি ১০ ওভারে ৪৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট।

Facebook Comments Box

Posted ১০:২৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com