
খেলা ডেস্ক | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩ | প্রিন্ট | 146 বার পঠিত | পড়ুন মিনিটে
ওয়ানডে ফরম্যাটে ১১বারের দেখায় বাংলাদেশকে চারবার হারিয়েছে আফগানিস্তান। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ শুরুর আগে এর চেয়ে বড় আত্মবিশ্বাস আফগানদের কী হতে পারে! গত মাসে ঢাকা টেস্টে রেকর্ড হারের স্বাদ পেলেও আফগান অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদি তা নিয়ে চিন্তিত নন। কারণ এবার তারা খেলবে সাদা বলে। দলটাও পূর্ণশক্তির। অন্যদিকে ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত ক্রিকেট খেলা বাংলাদেশের মনোযোগ সিরিজ নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপে দলে ভারসাম্য ঠিক করা।
আফগানদের ঘুরে দাঁড়ানোর লড়াই: ঢাকায় এসে রানের ব্যবধানে ক্রিকেট ইতিহাসের তৃতীয় বড় টেস্ট হারের স্বাদ পেয়েছে আফগানিস্তান। ওই দলের হাসমতুল্লাহ শাহিদি, রহমত শাহ এবং ইব্রাহিম জাদরান আছেন ওয়ানডে দলে। বাকিদের টেস্ট হারের জ্বালা নিয়ে নামতে হচ্ছে না।
ওয়ানডে দলে যোগ দিয়েছেন মোহাম্মদ নবী, রহমানুল্লাহ গুরবাজ ও নাজিবুল্লাহ জাদরানের মতো ব্যাটার। স্পিন আক্রমণে ভয়ঙ্কর রশিদ খান ও মুজির উর জুটি। সঙ্গে ফজলহক ফারুকি ও আজমতুল্লাহ ওমরজাই-এর পেস আক্রমণ তো আছেই। চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে ভালো ক্রিকেটের আশা আফগানরা করতেই পারে।
একাদশে ভারসাম্যের খোঁজে বাংলাদেশ: শুধু আফগানিস্তানের বিপক্ষে সিরিজে নয় বিশ্বকাপে অতিরিক্ত একজন ব্যাটার নাকি বোলার নিয়ে নামবে বাংলাদেশ; এটা টিম ম্যানেজমেন্ট এখনও ঠিক করতে পারেনি। কন্ডিশন একাদশ নির্ধারণে প্রভাব রাখবে। তবে সাকিব আল হাসান ও মেহেদি মিরাজের মতো অলরাউন্ডার একাদশে ‘অটোচয়েজ’ হওয়ায় একজন ব্যাটার বেশি নিয়ে খেলার কথা ভাবতেই পারে বাংলাদেশ। সেক্ষেত্রে লোয়ার মিডল অর্ডারে নির্ভরযোগ্য একজন ব্যাটার বাড়াতে পারে বাংলাদেশ।
সাকিব বনাম রশিদ: অলরাউন্ডার বিবেচনায় দু’জনের তুলনা ঠিক জমেনা। যদিও আফগান ভক্তরা সাকিবের চেয়ে রশিদ খানকে এগিয়ে রাখতে পছন্দ করেন। দুই দেশের সেরা ক্রিকেট পোস্টার তারা। মাঠের পারফরম্যান্সেরও নিজ জার্সিতে সেরা তারা। দুই দলে তাদের প্রভাব অনন্য। সব মিলিয়ে এই সিরিজে দুইজন স্পিন বোলিং দিয়ে আবার ব্যাটিং দিয়ে পার্থক্য গড়ে দিতে পারেন।
বৃষ্টির শঙ্কা: ওয়ানডে সিরিজের তিন ম্যাচই চট্টগ্রামে খেলবে বাংলাদেশ। ভরা আষাঢ়ে অনুষ্ঠিত সিরিজের তিন ম্যাচেই বৃষ্টি প্রভাব রাখতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া পূর্বাভাস। জুলাইয়ে চট্টগ্রামে সাধারণত সিরিজ খেলে না বাংলাদেশ। আট বছর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জুলাইয়ে অনুষ্ঠিত সর্বশেষ সিরিজেও বৃষ্টি বারবার বাধা দিয়েছিল।
একে অপরকে সমীহ: আফগানিস্তান দলকে সমীহ করছেন বাংলাদেশ অধিনায়ক তামিম। তিনি বলেছেন, ‘গত দুই সিরিজের মতো এবার তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজ প্রতিযোগিতাপূর্ণ হবে। তাদের বিশ্বের অন্যতম সেরা বোলিং আক্রমণ আছে। সর্বশেষ সিরিজের চেয়ে কম কিছু প্রত্যাশা করছি না।’
তেমনি আফগানিস্তান অধিনায়ক শাহিদির স্বীকার করতেই হচ্ছে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ ধারাবাহিক ভালো ক্রিকেট খেলছে, ‘অবশ্যই, বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে। আমরাও ভালো ক্রিকেট খেলতে চাই। এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে আমাদের ম্যাচ আছে। যারাই এই সিরিজে জিতবে অত্মবিশ্বাস পাবে।’
Posted ৫:২৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter