খেলা ডেস্ক | সোমবার, ০৩ জুলাই ২০২৩ | প্রিন্ট | 104 বার পঠিত | পড়ুন মিনিটে
১১ ঘন্টার ঝটিকা এক সফরে বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। মূলত নিজের ইচ্ছা পূরণ করতেই মার্টিনেজের বাংলাদেশে আসা। বিশ্বচ্যাম্পিয়ন এই তারকাকে বাংলাদেশে আনার মূল আয়োজক ফান্ডেড নেক্সট নামের একটি আইটি কোম্পানি।
সংক্ষিপ্ত এই সফরে মার্টিনেজ বাংলাদেশের সমর্থকদের কোনো উন্মাদনাই দেখতে পাচ্ছেন না। কারণ, তার সঙ্গে সাধারণ মানুষের কোনো অনুষ্ঠানই রাখা হয়নি সফরসূচিতে। যে কারণে কিছুটা মন খারাপ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী গোলরক্ষকের। তিনি বাংলাদেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কথা দিয়েছেন, আবারও বাংলাদেশে আসবেন পুরো আর্জেন্টিনা দলকে সঙ্গে নিয়ে এবং বাংলাদেশ দলের বিপক্ষে ফুটবল ম্যাচও খেলতে চান।
মার্টিনেজের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমকর্মীদের পলক জানিয়েছেন, ‘বাংলাদেশের তরুণদের জন্য, বাংলাদেশের মানুষদের জন্য তার যে আবেগ ও ভালোবাসা সেটা সে ব্যক্ত করেছে। এবং আগামী সে আবারও বাংলাদেশে আসতে চায়, আর্জেন্টিনা দলকে নিয়ে আসতে চায়, বাংলাদেশ দলের সঙ্গে খেলতে চায়।’
Posted ১২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৩ জুলাই ২০২৩
nykagoj.com | Stuff Reporter