রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বেলজিয়ান কোচের মন্তব্যে কোর্তায়ার পাল্টা জবাব

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ২০ জুন ২০২৩   |   প্রিন্ট   |   135 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বেলজিয়ান কোচের মন্তব্যে কোর্তায়ার পাল্টা জবাব

চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে চোট পেয়েছিলেন বেলজিয়ামের অধিনায়ক কেভিন দ্য ব্রুইনে। তাই অস্ট্রিয়ার বিপক্ষে খেলতে পারেননি তিনি। ব্রুইনে না থাকায় বেলজিয়ামের হয়ে ১০২ ম্যাচ খেলা কোর্তোয়া ভেবেছিলেন তিনি অধিনায়ক হবেন। কিন্তু নেতৃত্ব দেওয়া হয় দলের স্ট্রাইকার রোমেলু লুকাকুকে। সেই ম্যাচ ১-১ ফলে ড্র হয়। বেলজিয়ামের হয়ে গোল করেন লুকাকু।

কিন্তু শনিবার রাতে অস্ট্রিয়া ম্যাচের পর ক্যাম্প ছেড়ে বাড়িতে চলে যান কোর্তোয়া। ফলে আজ রাতে এস্তোনিয়া ম্যাচে রিয়াল মাদ্রিদ গোলরক্ষককে ছাড়াই খেলতে হবে বেলজিয়ামকে।

কোর্তোয়ার চলে যাওয়া নিয়ে কাল সংবাদ সম্মেলনে বিস্ফোরক দাবি করেন কোচ ডোমেনিকো তেদেসকো। তিনি জানান, লুকাকুকে অধিনায়কত্ব দেওয়াতে নাকি অপমানিত বোধ করেছেন কোর্তোয়া। সেই অভিমানে ক্যাম্প ছেড়েছেন।

এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন কোর্তোয়া। ড্রেসিং রুমের ভেতরের আলাপ কোচের মাধ্যমে গণমাধ্যমে চলে আসায় রীতিমতো বিস্ময় জানিয়েছেন। আর দল ছাড়ার সিদ্ধান্তের পেছনে চোটে ভোগার কথা উল্লেখ করেছেন তিনি।

কোর্তায়া লেখেন, ‘সংবাদ সম্মেলনে কোচের কথা শুনে বিস্মিত হয়েছি। সবাইকে একটা ব্যাপার পরিষ্কার করতে চাই যে, ড্রেসিংরুম সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে কোচের সঙ্গে আমার আলোচনার ঘটনা এটাই প্রথম কিংবা শেষ নয়। কিন্তু এবারই প্রথম কেউ বিষয়টাকে প্রকাশ্যে আনলেন। এ ঘটনায় আমি ভীষণ হতাশ। কিন্তু আমি এটা পরিষ্কার করতে চাই যে কোচের মূল্যায়ন বাস্তবতার সাথে খাপ খায় না।’

বেলজিয়ান এই গোলরক্ষক আরো লেখেন, ‘গতকাল বিকালে আমি আমার ডান হাঁটুতে সমস্যার কারণে মেডিকেল পরীক্ষা করিয়েছি। আমার ক্লাব ও জাতীয় দলের চিকিৎসক দলের সঙ্গেও যোগাযোগ হয়েছে। তাদের পর্যালোচনার পরেই ট্রেনিং ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিই।’

Facebook Comments Box

Posted ২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ২০ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com