রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সকারুদের জালে দুই মিনিটেই মেসির গোল

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩   |   প্রিন্ট   |   119 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সকারুদের জালে দুই মিনিটেই মেসির গোল

বিশ্বকাপ শিরোপা জয়ের পর তৃতীয়বারের মতো মাঠে নেমেছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে লিওনেল মেসির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বেইজিংয়ের ওয়ার্কাস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করেছেন লিওনেল মেসি। এনজো ফার্নান্দেজের পাস থেকে দুর্দান্ত এক শটে গোলটি করেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

প্রীতি ম্যাচ হলেও অস্ট্রেলিয়ার কাছে এটা বিশ্বকাপের হারের প্রতিশোধ নেওয়ার ম্যাচ। বিশ্বকাপে এই সকারুদের মুখোমুখি হয়েছিল আলবিসেলেস্তেরা। ওই ম্যাচে দুর্দান্ত লড়াই করেছিল এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট পাওয়া অস্ট্রেলিয়া।

তবে আর্জেন্টিনার কাছে ম্যাচটা বিশ্বকাপ বাছাইয়ের আগে দল গুছিয়ে নেওয়ার উপলক্ষ। তাই সকারুদের বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নেমেছে আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নদের একাদশে আছেন মূল মূল তারকারা।

বিশ্বকাপ ফাইনালে খেলা দল থেকে দুটি পরিবর্তন এনেছেন স্কালোনি। নিকোলাস ট্যাগলিয়াফিকোর বদলে শুরু করবেন মার্কোস আকুনা। ক্লান্তির কারণে শঙ্কা থাকলেও ম্যাক অ্যালিস্টার আছেন। জুলিয়ান আলভারেজের বদলে নিকোলাস গঞ্জালেজ আছেন।

আর্জেন্টিনা একাদশ: এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, মার্কাস আকুনা, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, ডি মারিয়া ও নিকোলাস গঞ্জালেজ।

Facebook Comments Box

Posted ১২:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com