রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সিডনি টেস্ট দিয়ে জানুয়ারিতে অবসর নিতে চান ওয়ার্নার

খেলা ডেস্ক   |   শনিবার, ০৩ জুন ২০২৩   |   প্রিন্ট   |   183 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সিডনি টেস্ট দিয়ে জানুয়ারিতে অবসর নিতে চান ওয়ার্নার

ভারতের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে আছেন ডেভিড ওয়ার্নার। ১৬ জুন থেকে শুরু হতে যাওয়া অ্যাসেজের দলেও আছেন তিনি। লাল বলের ক্রিকেটে রান খরায় থাকা ওয়ার্নার ওই দুই সিরিজ রান পেলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজও খেলতে চান। জানুয়ারিতে সিডনি টেস্ট খেলে লাল বলকে বিদায় বলতে চান তিনি।

সর্বশেষ ১৭ টেস্টে মাত্র এক সেঞ্চুরি পাওয়া ওয়ার্নার শনিবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি সবসময় বলে এসেছি, বিশ্বকাপে শেষ ম্যাচ খেলবো। এটার জন্য আমি পরিবারের কাছে ঋণী…। যদি আমি এখানে (ইংল্যান্ডে) রান করতে পারি এবং অস্ট্রেলিয়ায় শুরু করতে পারি, আমি অবশ্যই বলতে পারি যে, আমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে (টেস্টে) খেলবো না। আমি যদি এখানে ভালো করি এবং পাকিস্তান সিরিজে সুযোগ পাই, তাহলে অবশ্যই (টেস্ট) ক্যারিয়ার শেষ ঘোষণা করবো।’

‘এটাই আমার শেষ ম্যাচ।’ এভাবেই ক্যারিয়ারের শুরু থেকে খেলে এসেছেন বলেও উল্লেখ করেন বাঁ-হাতি ব্যাটার। ১০৩ টেস্ট খেলা ওয়ার্নার ভারতের বিপক্ষে খেলতে মুখিয়ে আছেন। ক্যারিয়ারের শুরুতে যেভাবে পরিশ্রম করেছেন, দলকে যেভাবে উজ্জ্বীবিত করেছেন সেভাবেই টেস্টের ফাইনালে করে যাওয়ার কথা বলেছেন তিনি।

টেস্ট থেকে বিদায় বললেও ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজে টি-২০ বিশ্বকাপ খেলতে চান বলেও জানিয়েছেন ৩৬ বছর বয়সী ওয়ার্নার। প্রথম শ্রেণির ক্রিকেট শুরুর আগে আন্তর্জাতিক টি-২০ খেলা এই ওপেনার বলেছেন, ‘আমি ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ খেলতে চাই। এটাই আমার মাথায় আছে। ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অনেকগুলো ম্যাচ আছে। জুনের আসরের জন্য রানে থাকতে হলে আমাকে টি-২০ লিগ খেলতে হবে।’

/এমএইচ/

Facebook Comments Box

Posted ১২:৩৭ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুন ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com