বুধবার ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের কোন মডেলেই আপত্তি নেই বিসিবির

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ২৯ মে ২০২৩   |   প্রিন্ট   |   117 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এশিয়া কাপের কোন মডেলেই আপত্তি নেই বিসিবির

এশিয়া কাপ ক্রিকেট কোথায়, কীভাবে হবে ওই সিদ্ধান্তে এখনও আসতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আসরটির আয়োজক পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হাইব্রিড মডেলের প্রস্তাব করলেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাতে সাড়া দেয়নি।

এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এশিয়া কাপে খেলতে আগ্রহী। নিরপেক্ষ ভেন্যু বা হাইব্রিড মডেল নিয়ে আপত্তি নেই। এসিসি যেভাবে চাইবে সেভাবেই খেলতে প্রস্তুত তারা। তবে ভেন্যু সংযুক্ত আরব আমিরাত হলে গরমের অস্বস্তি থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস সাংবাদিকদের বলেছেন, ‘এশিয়া কাপ নিয়ে এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। এসিসি থেকে কোথায়, কখন ম্যাচ হবে সেটা জানার অপেক্ষা করছি। আমরা এশিয়া কাপে খেলতে আগ্রহী। কোন মডেলে হতে যাচ্ছে, হাইব্রিড নাকি অন্যকিছু; সেটা যারা এসিসির সদস্য তারা সিদ্ধান্ত নিবেন। সেই সিদ্ধান্ত যে মডেলই হোক আমরা টুর্নামেন্টে খেলতে আগ্রহী।’

পিসিবি হাইব্রিড মডেলের এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতকে ভেন্যু হিসেবে রাখতে চায়। কারণ নিরপেক্ষ ভেন্যু শ্রীলঙ্কা হলে কম দর্শকের কারণে রেভিনিউ হবে কম। তবে অতিরিক্ত গরমের কারণে বিসিসিআই সংযুক্ত আরব আমিরাতে ম্যাচ খেলতে আগ্রহী নয় বলে জানিয়েছে ভারত ও পাকিস্তানের সংবাদ মাধ্যম। বিসিবি ও শ্রীলঙ্কার পক্ষ থেকেও এর আগে আরব আমিরাত নিয়ে আপত্তি তোলা হয়েছিল।

এশিয়া কাপের ভেন্যু হিসেবে আরব আমিরাত নিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘এসিসি সিদ্ধান্ত নিলে (এশিয়া কাপ) দুবাইতেই হবে। সব সদস্য মেনে নিলে আমাদেরও সেখানে খেলতে হবে। (অস্বস্তি) কিছুটা তো নিশ্চয়ই থাকবে। এত গরমের মধ্যে ওয়ানডে খেলা অনেক কঠিন। গতবার টি-২০তে প্রচণ্ড গরমের কারণে রাত ৯টার আগে আমরা অনুশীলন করতে পারতাম না। বিশ্বকাপের জন্য (ইনজুরি) নিয়ে সতর্ক থাকতে হবে। সেজন্যই দুবাইতে খেলতে চাচ্ছিলাম না।’

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | সোমবার, ২৯ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com