বৃহস্পতিবার ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইপিএলের ফাইনালে বৃষ্টি হলে চ্যাম্পিয়ন হবে কে?

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ২৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   114 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইপিএলের ফাইনালে বৃষ্টি হলে চ্যাম্পিয়ন হবে কে?

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের ফাইনাল আজ। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস বনাম হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন গুজরাট টাইটান্স। তবে এই ফাইনাল ম্যাচে বাধা হয়ে দাঁড়াতে পারে বৃষ্টি।

চলতি আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির কারণে গুজরাট টাইটান্স ও মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের টস হয়েছিল নির্ধারিত সময়ের ৪৫ মিনিট পর। খেলা শুরু হতে লেগেছিল আরো ৩০ মিনিট। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের ফাইনালেও আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা আছে। আহমেদাবাদের বৃষ্টির সম্ভাবনা ৬৮ শতাংশ। যেখানে ৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া ৭৮ শতাংশ মেঘলা থাকবে এবং আর্দ্রতার সম্ভাবনা ৬৩ শতাংশ।

গত বছর আইপিএলের ফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও এই বছর তা রাখা হয়নি। এমন পরিস্থিতিতে আজকের ফাইনাল ম্যাচ যদি বৃষ্টিতে ভেসে যায়, তাহলে কোন দল চ্যাম্পিয়ন হবে, এটাই সবচেয়ে বড় প্রশ্ন।

ফাইনাল শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে। এমন পরিস্থিতিতে কাট অফ টাইম হবে কমপক্ষে ১১:৫৬ মিনিট পর্যন্ত। দুই দল পাঁচ ওভার পেতে পারে। অন্যদিকে, যদি ম্যাচটি শুরু হয় ৮ টায়, তবে কাট অফ টাইম হবে ১২:২৬ পর্যন্ত। এই সময় পর্যন্ত আম্পায়াররা পাঁচ ওভারের জন্য অপেক্ষা করবেন। কাট অফ সময়ের পরেও বৃষ্টি অব্যাহত থাকলে আম্পায়াররা সুপার ওভারে যাবেন। অন্যদিকে, সুপার ওভারের জন্য সময় না থাকলে লিগ পর্বের পয়েন্ট টেবিলের ভিত্তিতে চ্যাম্পিয়ন দল নির্ধারণ করা হবে।

সেক্ষেত্রে শিরোপা জিতবে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। এবারের আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষ থেকে গ্রুপ পর্ব শেষ করেছিল তারা। ১৪ ম্যাচে নামের পাশে ২০ পয়েন্ট ছিল গুজরাটের, ১৭ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংস ছিল দুই নম্বরে।

Facebook Comments Box

Posted ১২:০০ অপরাহ্ণ | রবিবার, ২৮ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com