রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

বাংলাদেশ ডেস্ক   |   শনিবার, ২৭ মে ২০২৩   |   প্রিন্ট   |   273 বার পঠিত   |   পড়ুন মিনিটে

একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত

ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল আটটা পর্যন্ত) নতুন করে ৮০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাইরে সাতজন রয়েছে।

চলতি বছর এর আগে ডেঙ্গুতে একদিনে এতো রোগী শনাক্ত হয়নি। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ২০ মে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫২ জন হাসপাতালে ভর্তি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন এই ৮০ জনসহ এ বছর মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭০৪ জন।

এর মধ্যে ৫৮৫ জন রোগী ঢাকার বাইরের। ঢাকার বাইরে ২৬ জনসহ প্রায় ২০২ জন ডেঙ্গু রোগী এখনও চিকিৎসাধীন রয়েছেন। এ বছর এখন পর্যন্ত মোট ১৩ জন ডেঙ্গু রোগী মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত বছর ডেঙ্গুতে মোট ২৮১ জনের মৃত্যু হয়েছে এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি ছিলেন ২৩ হাজার ১৬২ জন।

Facebook Comments Box

Posted ১:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৭ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com