রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জ্যোতির ঝোড়ো সেঞ্চুরিতে বড় জয় রুপালি ব্যাংকের

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩   |   প্রিন্ট   |   142 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জ্যোতির ঝোড়ো সেঞ্চুরিতে বড় জয় রুপালি ব্যাংকের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন নারী ক্রিকেট লিগে উদ্বোধনী দিনে মুখোমুখি হয়েছিল রূপালি ব্যাংক ও গুলশান ইয়ুথ ক্লাব। আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে নিগার-ফারজানার ব্যাটে ২৮৬ রানের সংগ্রহ গড়ে রুপালি। জবাবে ৮ উইকেটে ১৩৮ রানের বেশি করতে পারেনি গুলশান ইয়ুথ। এতে গুলশান ইয়ুথ ক্লাব টিমকে ১৪৮ রানে হারিয়ে দিয়েছে রূপালি ব্যাংক। ঝোড়ো সেঞ্চুরির সুবাদে ম্যাচসেরা হয়েছেন নিগার সুলতানা জ্যোতি।

বৃহস্পতিবার ফতুল্লায় টস জিতে ব্যাট করতে নামে রূপালি ব্যাংক। অধিনায়ক জ্যোতি ৭৬ বলে ১২ চারে ১০০ রানের অপরাজিত ইনিংস খেলেন। সঙ্গে ফারজানা হক পিংকি ১০৭ বলে ৯২ রানে অপরাজিত থাকেন। ‍তৃতীয় উইকেটে এই দুজন যোগ করেন ১৭১ রান। জ্যোতি ও ফারজানা ছাড়াও রূপালির উদ্বোধনী ব্যাটার সাথী রানী ৩৫ বলে ৩৯ ও ফারজানা আক্তার লিসা ৮২ বলে ৪৪ রান করেন। এতে নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেটে ২৮৬ রানের পুঁজি গড়ে দলটি।

২৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে গুলশান ইয়ুথ। পরে অধিনায়ক শারমিন সুলতানার ৮০ বলে ৪০ ও লেকি চাকমার ১২৯ বলে ৫৮ রানের ইনিংসের পরও লড়াই জমাতে পারেনি দলটি। বাকিদের মধ্যে দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন কেবল শিরিন আক্তার। ২১ বলে ১১ রানে অপরাজিত থাকেন তিনি। রূপালি ব্যাংকের পক্ষে ২টি করে উইকেট নিয়েছেন নাহিদা আক্তার, আশরাফি ইয়াসমিন ও শরিফা খাতুন।

দিনের আরেক ম্যাচে কলাবাগান ক্রীড়াচক্রকে ৩২ রানে হারিয়েছে শিরোপাধারী মোহামেডান স্পোর্টিং ক্লাব। বিকেএসপি ৬৬ রানে হারিয়েছে সিটি ক্লাবকে।

Facebook Comments Box

Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com