রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারকে কিনতে পিএসজির সঙ্গে ম্যানইউ’র আলোচনা!

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ২৩ মে ২০২৩   |   প্রিন্ট   |   153 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেইমারকে কিনতে পিএসজির সঙ্গে ম্যানইউ’র আলোচনা!

আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলা একপ্রকার নিশ্চিত হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। শেষ দুই লিগ ম্যাচের অন্তত একটি ড্র করলেই শেষ চারে লিগ শেষ করবে রেড ডেলিভসরা। চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত হলেই প্রিমিয়ার লিগের শীর্ষ পর্যায়ের ক্লাবটি বড় তারকার দিকে ঝুঁকবে বলে মনে করা হচ্ছে।

ওই তারকা হতে পারেন নেইমার জুনিয়র। ফ্রান্সের সংবাদ মাধ্যম এল ইকুয়েইপে দাবি করেছে, পিএসজির সঙ্গে এরই মধ্যে নেইমারকে কেনার সম্ভাব্যতা নিয়ে আলোচনা শুরু করেছে এরিক টেন হ্যাগের ম্যানইউ।

মৌসুম শেষে ইনজুরি জর্জরিত নেইমারকে ছেড়ে দিতে পারে পিএসজি। তার সঙ্গে ক্লাবটির দুই বছরের চুক্তি আছে। কিন্তু ইনজুরির কারণে কোন মৌসুমে ৩০ এর বেশি ম্যাচ খেলতে না পারা নেইমারে অতিষ্ঠ প্যারিসিয়ানরা। ভালো প্রস্তাব পেলে পিএসজি যে তাকে ছেড়ে দেবে এটা অনেকটাই পরিষ্কার।

এছাড়া মৌসুম শেষে লিওনেল মেসিরও পিএসজি ছাড়ার সম্ভাবনা জোরালো। মেসি চলে গেলে নেইমারকেও ছেড়ে দিয়ে পুরো প্রজেক্ট কিলিয়ান এমবাপ্পের হাতে ছেড়ে দিতে পারে কাতারি অর্থে চলা ক্লাবটি। নেইমারকে বিক্রি করতে পারলে এবং তার ও মেসির মোটা অঙ্কের বেতন থেকে মুক্তি পেলে পিএসজির জন্য নতুন প্রজেক্ট গড়তেও সুবিধা হবে।

নেইমারকে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরো খরচ করে দলে ভিড়িয়েছিল পিএসজি। ৩১ বছর বয়সী ব্রাজিলিয়ানের বর্তমান বাজার মূল্য ৭০-৮০ মিলিয়ন ইউরো বলে মনে করা হচ্ছে। ম্যানইউ নেইমার ছাড়াও ভিক্টর ওসিমেন ও হ্যারি কেনের দিকে নজর রাখছে বলে খবর। আবার অ্যান্তোনিও মার্শিয়ালকে বিক্রি করে দিতে চায় রেড ডেলিভসরা।

Facebook Comments Box

Posted ১২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com