বৃহস্পতিবার ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণবাদের শিকার ভিনিকেই সবক দিলেন লা লিগা প্রেসিডেন্ট

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ২২ মে ২০২৩   |   প্রিন্ট   |   71 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বর্ণবাদের শিকার ভিনিকেই সবক দিলেন লা লিগা প্রেসিডেন্ট

লা লিগার মৌসুম জুড়ে অ্যাওয়ে ম্যাচে বর্ণবাদের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র। রোববার ওই মাত্রা ছাড়িয়ে গেছে। ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়া ব্রাজিলিয়ান তরুণ দর্শকদের চিহ্নিত করে শাস্তির দাবি করেন। অথচ পরে তিনিই ‘ধস্তাধস্তির শিকার’ হয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

বর্ণবাদের শিকার ভিনির পাশে দাঁড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে, নেইমার জুনিয়ররা। এমবাপ্পে বলেছেন, ‘তুমি একা নও। তোমার সঙ্গে আমরাও আছি। আমরা তোমাকে সমর্থন করি।’ নেইমার জুনিয়র লিখেছেন, ‘আমি তোমার সঙ্গে আছি ভিনি।’

ব্রাজিলিয়ান কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও বলেছেন, ‘ভিনির বিরুদ্ধে বর্ণবাদের আরেকটি অধ্যায় দেখা গেল এবং সেটা লা লিগায়। কবে এটা বন্ধ হবে? অথচ রেফারি, ফেডারেশন, লা লিগা কর্তৃপক্ষ কোন পদক্ষেপই নিচ্ছে না।’ ইংলিশ ফুটবলার রিও ফার্ডিন্যান্ডও ভিনির পক্ষে কথা বলেছেন।

অথচ লা লিগা প্রেসিডেন্টই ভিনিসিয়াসকে সবক দেওয়া নিয়ে ব্যস্ত। ম্যাচ শেষে ভিনি এক টুইটে লেখেন, ‘বর্ণবাদীদের পুরস্কার আমার লাল কার্ড, এটা ফুটবল নয় এটা লা লিগা।’ স্প্যানিশ লিগের স্লোগান হলো, ‘এটা ফুটবল নয়, এটা লা লিগা।’

ওই স্লোগান নিয়ে খোঁচা দেওয়ার লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস টুইটে লিখেছেন, ‘লা লিগা কী তা সকলেই জানে, তোমার ব্যাখ্যা না করলেও চলবে। বর্ণবাদের বিরুদ্ধে লা লিগা কী করতে পারে! বিষয়টি তোমাকে বুঝাতে দু’বার করে ডাকা হয়েছিল। তুমি আসোনি। লা লিগা নিয়ে মন্তব্য করার আগে এটা সম্পর্কে তোমার ভালো মতো জানা উচিত। নিজেকে মিথ্যা দ্বারা চালিত করো না, বরং দুই পক্ষের দায়িত্ব সম্পর্কে পরিষ্কার হও, চলো একসঙ্গে কাজ করো।’

বিষয়টি নিয়ে ভিনিও কড়া উত্তর দিয়েছেন, ‘আরও একবার, লা লিগা প্রেসিডেন্ট বর্ণবাদীদের সমালোচনা না করে সামাজিক মাধ্যমে আমাকে আক্রমণ করতে লেগে পড়েছেন। আপনি যত না জেনে-বুঝে বেশি কথা বলবেন, লিগ তত বিপদে পড়বে। নিজের পোস্টটা দেখুন, আপনি নিজেই বিস্মিত হবেন। আমি আপনার বন্ধু নই যে, বর্ণবাদ নিয়ে গল্প করতে বসবো। আমি যথাযথ ব্যবস্থা চাই, শাস্তি চাই।’

Facebook Comments Box

Posted ১২:৩৪ অপরাহ্ণ | সোমবার, ২২ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com