সোমবার ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাকরি নিয়ে শঙ্কা দেখছেন না আনচেলত্তি

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   131 বার পঠিত   |   পড়ুন মিনিটে

চাকরি নিয়ে শঙ্কা দেখছেন না আনচেলত্তি

এই মৌসুমে লা লিগা জেতা সম্ভয় হয়নি রিয়ালের, আশা ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু গত রাতে ম্যানচেস্টার সিটির কাছে বিধ্বস্ত হয়ে সেই আশাও শেষ। বড় দুটি শিরোপা হাতছাড়া হলেও চলতি মৌসুমে রিয়ালের সম্বল হয়ে থাকল শুধু ‘কোপা দেল রে’র শিরোপা।

লা লিগা- চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতছাড়া হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছে রিয়ালে কার্লো আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে। যদিও রিয়ালের এই ইতালিয়ান কোচ দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছেন, সেমিফাইনাল থেকে বিদায় নিলেও তার চাকরি হুমকির মুখে পড়েনি।

ম্যানচেস্টার সিটির কাছে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে হেরে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘(চাকরি নিয়ে) কোনো শঙ্কা নেই। সভাপতির সঙ্গে ১৫ দিন আগেই কথা হয়েছে। কেউ এ বিষয়ে প্রশ্ন তোলেনি।’

সভাপতির সঙ্গে কী কী বিষয়ে কথা হয়েছে তা অবশ্য খোলাসা করেননি রিয়াল কোচ, ‘সভাপতি আমাকে ব্যক্তিগতভাবে যা বলেছেন তা এখানে বলব না।’

বার্নাব্যুর ক্লাবটির সাথে আনচেলত্তির চুক্তি ২০২৪ সালের জুন পর্যন্ত। কিন্তু গুঞ্জন উঠেছিল কার্লোকে ছাটাই করবে রিয়াল। কিন্তু কোপা দেল রেতে চ্যাম্পিয়ন হওয়ার পর ক্লাব প্রেসিডেন্ট পেরেজ বলেছিলেন, ‘আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে আর কোনও কিছু শুনতে চাই না। তার চুক্তি মেয়াদ আছে এবং আমরাও তাকে নিয়ে সন্তুষ্ট।’

এদিকে আনচেলত্তির ভবিষ্যৎ নিয়ে যে কোনও সংশয় নেই সেটি জোর গলায় বলেছেন তার দুই শিষ্য লুকা মডরিচ ও ভিনিসিয়াস জুনিয়রও। লুকা মডরিচ বলেন, ‘আমার কোনো সন্দেহ নেই। দ্বিতীয় মেয়াদে তিনি আসার পর সব শিরোপাই জিতেছেন। গত মৌসুমটা ছিল অবিশ্বাস্য। বিশ্বকাপের আগ পর্যন্ত এই মৌসুমে লা লিগায় ভালো করেছি আমরা, সবকিছুর জন্য লড়াই করেছি এবং এরপর কিছু হার কপালে জুটেছে যা আমরা চাইনি বা প্রত্যাশা করিনি।’

ভিনি যোগ করে বলেছেন, ‘অবশ্যই তার (আনচেলত্তি) চালিয়ে যাওয়া উচিত। এটা কঠিন এক দিন, তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে আমাদের যাতে করে আগামী মৌসুমে যেন এমনটা না ঘটে।’

Facebook Comments Box

Posted ১২:০৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com