
খেলাধূলা ডেস্ক | বুধবার, ১৭ মে ২০২৩ | প্রিন্ট | 176 বার পঠিত | পড়ুন মিনিটে
মেয়েদের ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলে অংশ নিচ্ছে না অ্যাজাক্স স্পোর্টিং ও শেখ রাসেল । ক্লাব কর্মকর্তাদের অভিযোগ, বিসিবির উপেক্ষার শিকার তাঁরা। কাউন্সিলরশিপ না থাকা, ক্লাবকে মূল্যায়ন না করা এবং লিগে অনিয়মের অভিযোগে সরে দাঁড়িয়েছে তারা।
এছাড়া দলবদল পেছাতে সাত ক্লাব একাট্টা হয়ে চিঠি দেয় বিসিবিকে। বিসিবি চিঠির জবাবও দেয়নি। এই ক্লাব কর্মকর্তা বলেন, ‘নারী ক্রিকেটে এসেছিলাম খেলার উন্নয়নে সঙ্গে থাকতে। কিন্তু বিসিবি আমাদের সুবিধা-অসুবিধা দেখে না। তারা যেটা খুশি তাই করে। আমরা এবার লিগে থাকবো না বলে দিয়েছি।’
শেখ রাসেলের টিম ম্যানেজার জাকির আহমেদ বলেন, ‘আমরা ৭০ থেকে ৭৫ লাখ টাকা খরচ করে লিগে খেলি। অথচ বিসিবির আমাদের গুরুত্ব দেয় না। ছেলেদের ক্রিকেটে তৃতীয় বিভাগ থেকে ডিপিএল পর্যন্ত কাউন্সিলর রয়েছে। বিসিবি তাদের অনুদান দেয়। আন্তর্জাতিক ক্রিকেট থাকলে টিকিট দেয়। নারী ক্রিকেটে এসবের কিছুই নেই।’
তিনি বলেন, ‘১০টি টিকিট দিলেও তো ক্লাব কর্মকর্তারা খুশি হতেন। বড় বাজেটের দল বানিয়েও বৈষম্যের শিকার হই। গত বছর ভেজা মাঠে খেলিয়ে পয়েন্ট ভাগাভাগির কারসাজি হয়। লিখিত দিয়েও প্রতিকার পাইনি। এমন বৈষম্য থাকলে খেলার কোনো মানে হয় না।’
নারীদের লিগে ১১ দলের মধ্যে দুটি না থাকলে ৩০ ক্রিকেটারের খেলা হবে না। তাদের ক্যারিয়ার ঝুঁকিতে পড়বে, আয় হবে না। যদিও বিসিবি কর্মকর্তা তৌহিদ মাহমুদ আশাবাদী ১১ দল নিয়েই লিগ হবে। শেষ দিন অ্যাজাক্স ও শেখ রাসেল দলবদল করবে।
Posted ১২:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৭ মে ২০২৩
nykagoj.com | Stuff Reporter