মঙ্গলবার ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

ফুলকলি ফাউন্ডেশনের আয়োজনে কবিতার আসর

ইউএনএ   |   মঙ্গলবার, ১৬ মে ২০২৩   |   প্রিন্ট   |   269 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ফুলকলি ফাউন্ডেশনের আয়োজনে কবিতার আসর

 

ফুলকলি ফাউন্ডেশন ইউএসএ’র আয়োজনে অনুষ্ঠিত হলো মাসিক কবিতার আসর। গত ১৩ মে শনিবার সন্ধ্যায় জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজ মিলনায়তনে স্বরচিত এই কবিতা আসরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক ও গোল্ডেন এজ হোম কেয়ারের প্রেসিডেন্ট শাহ নেওয়াজ। জমজমাট এই কবিতার আসর সঞ্চালনায় ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট ছড়াকার মনজুর কাদের। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন ফুলকলি ফাউন্ডেশনের সভাপতি বেলাল আহমদ।

আসরে স্বরচিত কবিতা পাঠ করেন রেজাউল করিম চৌধুরী, মিনু রহমান, সৈয়দ রাব্বী, সালেহা ইসলাম, ইশতিয়াক রুপু, রূপা খানম, রিম্মি রুমান, লুৎফা শাহানা, রাজিনা ইসলাম, সোহানা নাজনীন, মোহাম্মদ ইসমাইল, সুমন শামসুদ্দীন, মকবুল তালুকদার প্রমুখ। কবিদের কবিতায় ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, গণতন্ত্র, প্রেম-ভালবাসার অবেগ অনুভুতির কথা উঠে আসে। এছাড়াও চলমান সময়ের বার্তা নিয়ে বেশ কয়েকটি ছড়া পাঠ করেন বিশিষ্ট ছড়াকার ড. ধনঞ্জয় সাহা।
অনুষ্ঠানের এক পর্যায়ে প্রধান অতিথি শাহ নেওয়াজ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও সাপ্তাহিক আজকাল-এর ব্যবস্থাপনা সম্পাদক রানো নেওয়াজ, সঞ্চালক মনজুর কাদের এবং জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজের অন্যতম স্বত্তাধিকারী ও ইয়েলো সোসাইটির সভাপতি শেখ ইলিয়াস হাবীব-কে উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
প্রধান অতিথি শাহ নেওয়াজ তার বক্তব্যে কবিতার আসরে আগত সকল কবিদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমার সকল কর্মকান্ড, ব্যবসা-বাণিজ্য সেবার লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যেই ইন্স্যুরেন্স ব্যবসা শুরু করি। এখন হোম কেয়ার করছি, আর প্রবাসে বাংলা ভাষার চর্চা বাঁচিয়ে রাখতে আজকাল ক্রয় করেছি। তিনি বলেন, কবিতা আমাদের জীবনের কথা বলে। তাই কবিতার আসরে আমরা অনেক কিছুই জানবো।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং কবি ও বিশিষ্ট বাচিক শিল্পী আহসান হাবীব, খলিল বিরিয়ানী হাউজের স্বত্তাধিকারী খলিলুর রহমান ও জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজের অন্যতম স্বত্ত্বাধিকারী ও ইয়েলো সোসাইটির সভাপতি শেখ ইলিয়াস হাবীব, সঙ্গীত শিল্পী অনিক রাজ।
কবিতার আসরে বিশিষ্ট শিক্ষাবীদ ও খানস টিউটোরিয়ালের চেয়ারপার্সন নাঈমা খান, জ্যামাইকার খলিল বিরিয়ানী হাউজের অপর স্বত্তাধিকারী এম রায়হান সহ নিউইয়র্কের কবিতা প্রেমী সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ২:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com