রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ট্রেবল জিতলে কত টাকা পাবে ম্যানসিটি?

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১১ মে ২০২৩   |   প্রিন্ট   |   259 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ট্রেবল জিতলে কত টাকা পাবে ম্যানসিটি?

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠ থেকে ১-১ গোলের সমতা নিয়ে ফিরেছে ম্যানচেস্টার সিটি। মৌসুমে কিছুই না জেতার শঙ্কা থেকে এখন পেপ গার্দিওয়ালার দল ট্রেবল জয়ের পথে ফেবারিট।

প্রিমিয়ার লিগ শিরোপার পথে লিডে আছে সিটিজেনরা। ৩ জুন এফএ কাপের ফাইনালে ম্যানইউ-এর মুখোমুখি হবে গার্দিওয়ালার দল। ওদিকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার এবং শিরোপা জেতার ভালো সুযোগ আছে দলটির।

শেষ পর্যন্ত তিন শিরোপাই ঘরে তুলতে পারলে মোটা অঙ্কের অর্থও দলটির ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। দলবদলের বাজারে প্রচুর অর্থ খরচ করা ম্যানসিটি তিন শিরোপা জিতলে প্রায় ৩০০ মিলিয়ন পাউন্ড পাবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি মেইল। টাকার হিসেবে যা প্রায় চার হাজার কোটি।

১৯৯৯ সালের ম্যানইউ ট্রেবল জিতেছিল। এরপরে প্রিমিয়ার লিগের কোন দল ট্রেবল জিততে পারেনি। ম্যানসিটি ট্রেবলের পথে প্রিমিয়ার লিগ জিতলে ছয় আসরের মধ্যে পাঁচটি লিগ শিরোপা ঘরে উঠবে। যা থেকে পাবে ১৬৪ মিলিয়ন পাউন্ড বা প্রায় দুই হাজার ২০৯ কোটি টাকা।

ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপ জিতলে ম্যানসিটি ৩.৯ মিলিয়ন পাউন্ড পাবে। আর প্রথমবার ইউরোপ সেরার পুরস্কার জিততে পারলে পাবে ১১৭.২ মিলিয়ন ইউরো। সব মিলিয়ে দলটি পাবে ২৮৫.১ মিলিয়ন পাউন্ড। ট্রেবল জয়ের পথে ম্যানসিটির বড় চ্যালেঞ্জ এখন দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ইতিহাদ স্টেডিয়ামে হারানো।

Facebook Comments Box

Posted ২:২২ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com