শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাহুলের জায়গায় ইশান

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ০৮ মে ২০২৩   |   প্রিন্ট   |   180 বার পঠিত   |   পড়ুন মিনিটে

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে রাহুলের জায়গায় ইশান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে ডাক পেয়েছেন তরুণ ব্যাটার ইশান কিশান। ইনজুরিতে কেএল রাহুল ছিটকে যাওয়ায় বিকল্প হিসেবে নেওয়া হয়েছে তাকে।

আইপিএল চলাকালীন ইনজুরিতে পড়েছেন রাহুল। সার্জারি করাতে হবে তার। তিনি চলতি আইপিএলে খেলতে পারবেন না। আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেও সুস্থ হতে পারবেন না।

এছাড়া ভারতীয় পেসার উমেশ যাদব ও জয়দেব উনাদকাট ইনজুরিতে আছেন। তবে ইংল্যান্ডে যাওয়ার আগে তাদের ফিট হওয়ার ব্যাপারে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা। সেজন্য তাদের দলের সঙ্গে রেখে দেওয়া হয়েছে।

বিসিসিআই এক মিডিয়া বার্তায় বলেছে, ‘উনাদকাট কাঁধের ইনজুরিতে আছেন। ব্যাঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে তার সেরে ওঠার প্রক্রিয়া চলছে। তার বিষয়ে সফরের আগে আগে সিদ্ধান্ত নেওয়া হবে। উমেশ যাদব আইপিএল খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পড়েছে। কেকেআরের মেডিকেল টিম তার চিকিৎসা দিচ্ছে। বোর্ডের চিকিৎসকরাও নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন। তিনি অল্প রানিংয়ে বোলিং শুরু করেছেন।’

ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দল: রোহিত শর্মা, শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, আজিঙ্কা রাহানে, কেএস ভারত, রবিশচন্দন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট, ইশান কিষাণ।

Facebook Comments Box

Posted ১:১৩ অপরাহ্ণ | সোমবার, ০৮ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com