বৃহস্পতিবার ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এখনও ধর্ম ব্যবসায়ীরা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: আমু

ডেস্ক রিপোর্ট   |   শনিবার, ১২ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   104 বার পঠিত   |   পড়ুন মিনিটে

এখনও ধর্ম ব্যবসায়ীরা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে: আমু

দেশে এখনও ধর্ম ব্যবসায়ীরা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে বলে সতর্ক করে সবাইকে সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

আমির হোসেন আমু আজ রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘আশিক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত ‘জঙ্গিবাদ নির্মূল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আমির হোসেন আমু বলেন, ‘বঙ্গবন্ধু ঘোষিত জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা এই রাষ্ট্রীয় চার মূলনীতির ওপর ভিত্তি করে সৃষ্ট হলেও সংবিধানের অন্যতম মূল আদর্শ বা নীতি হচ্ছে ধর্মনিরপেক্ষতা। আমাদের সংবিধানের ১২ নম্বর অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে বলা হয়েছে, বাংলাদেশের সব নাগরিকের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা থাকবে। রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য ধর্মকে ব্যবহার করা যাবে না। প্রত্যেক নাগরিক তার নিজস্ব পছন্দ অনুযায়ী ধর্ম পালন, চর্চা ও প্রচার করতে পারবে।’

আমু বলেন, ‘ধর্মনিরপেক্ষতার অর্থ ধর্মহীনতা নয়। তাই ৭২’র সংবিধানের ১২ নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে যে, রাষ্ট্র কর্তৃক কোনও ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান, রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের ব্যবহার, কোনও বিশেষ ধর্ম পালনকারী ব্যক্তির প্রতি বৈষম্য বা তার ওপর উৎপীড়ন করা হবে না।’

১৪ দলের জোট সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, দুঃখের বিষয় কিছু ধর্ম ব্যবসায়ী ধর্মকে ব্যবহার করে মানুষকে জঙ্গিবাদের দিকে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেছে, আমাদের প্রধানমন্ত্রী জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকায় দেশ থেকে জঙ্গিবাদ মুক্ত করেছেন। আপনারা সুফিবাদরা সতর্ক থাকবেন, এখনও এই ধর্ম ব্যবসায়ীরা দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে।

শাহ সুফি সাইয়েদ আলম নূরী আল সুরেশ্বরীর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, ধর্মকে যারা রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি। শান্তির ধর্ম ইসলামে জঙ্গিবাদের কোন স্থান নাই। পীরজাদা সৈয়দ মনোয়ার হোসেন রেজভিসহ সেমিনারে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা বক্তব্য রাখেন ।

Facebook Comments Box

Posted ৫:২১ অপরাহ্ণ | শনিবার, ১২ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com