রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ০২ মে ২০২৩   |   প্রিন্ট   |   133 বার পঠিত   |   পড়ুন মিনিটে

অস্ট্রেলিয়াকে টপকে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

দীর্ঘ ১৫ মাস টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগেই অস্ট্রেলিয়াকে টপকে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে এখন ভারত। আইসিসি টেস্ট সেরার মুকুট পেতে শীর্ষে থেকেই ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে ভারত।

মঙ্গলবার প্রকাশিত এই র‍্যাঙ্কিংয়ে ভারতের রেটিং পয়েন্ট ১২১। আর ১১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে নেমে গেছে অজিরা। গত বছরের জানুয়ারি থেকে ১২২ রেটিং পয়েন্ট নিয়ে এতদিন এক নম্বরেই ছিল অস্ট্রেলিয়া। আর তিন পয়েন্টে পিছিয়ে থেকে দুইয়ে ছিল ভারতীয়রা।

এদিকে ১১৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনে আছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের ব্যবধান মাত্র ২ রেটিং পয়েন্টের। র‍্যাংকিংয়ের বাকি অবস্থানগুলো অপরিবর্তিতই রয়েছে। ১০৪ পয়েন্ট নিয়ে চারে দক্ষিণ আফ্রিকা, ১০০ পয়েন্ট নিয়ে পাঁচে নিউজিল্যান্ড। ৬ নম্বরে ৮৬ পয়েন্ট নিয়ে আছে পাকিস্তান, সাতে শ্রীলঙ্কার পয়েন্ট ৮৪, ওয়েস্ট ইন্ডিজের ৭৬। ৪৫ পয়েন্ট নিয়ে নয়ে বাংলাদেশ ও ৩২ পয়েন্টে জিম্বাবুয়ে দশে।

এদিকে আগামী ৭ জুন ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ভারত।

Facebook Comments Box

Posted ১২:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ মে ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com