রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ছয় ইংলিশ ক্রিকেটারকে জাতীয় দল ছেড়ে আইপিএলে খেলার প্রস্তাব

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   193 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ছয় ইংলিশ ক্রিকেটারকে জাতীয় দল ছেড়ে আইপিএলে খেলার প্রস্তাব

ইংল্যান্ডের ছয় তারকা ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে শুধু আইপিএল খেলার প্রস্তাব দিয়েছে ফ্র্যাঞ্চাইজি। সেজন্য তাদের বছরে মিলিয়ন পাউন্ড বেতনের প্রস্তাবও করা হয়েছে।

সংবাদ মাধ্যম ‘টাইমস লন্ডন’ এমনটাই দাবি করেছে। ওই ছয় ক্রিকেটারের পরিচয় জানানো হয়নি। তবে তাদের মধ্যে জাতীয় দলের তারকা ক্রিকেটার আছেন বলে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইংল্যান্ডের ছয় ক্রিকেটারের সঙ্গে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের প্রাথমিক কথা-বার্তা হয়েছে। তাদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাও আছেন।

প্রস্তাবের শর্তে বলা হয়েছে, চুক্তিতে সম্মত হলে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) বা কাউন্টির চুক্তিতে নাম না রেখে তাদের আইপিএলকে মূল চাকরি হিসেবে গ্রহণ করতে হবে।

ছয় ইংলিশ ক্রিকেটারকে এমন প্রস্তাব দেওয়ার কারণ হিসেবে মনে করা হচ্ছে, আন্তর্জাতিক সূচি সামলে আইপিএল খেলা এবং ভালো পারফরম্যান্স করা ক্রিকেটারদের জন্য কঠিন হয়ে পড়ছে। ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস যেমন তিন ফরম্যাটের ক্রিকেট সামলাতে না পেরে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। অথচ তিনি আইপিএলে খেলছেন।

এছাড়া দক্ষিণ আফ্রিকা টি-২০ লিগ, সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-২০ অঢেল অর্থ নিয়ে বাজারে এসেছে। ক্রিকেটাররা ওইসব লিগেও ঝুঁকছে। এতে করে টি-২০’র ফেরিওয়ালাদের থেকে সেরা ক্রিকেট পাওয়া কঠিন হয়ে যাচ্ছে। এসব বিষয়ে মাথায় রেখেই ওই প্রস্তাব দেওয়া হয়েছে।

আইপিএল থেকে ‘লোভনীয়’ বেতন অথচ জাতীয় দল থেকে বিদায় নেওয়ার ওই প্রস্তাবে ওই ছয় ক্রিকেটার কেমন সাড়া দিয়েছেন তা উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

Posted ১:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com