
খেলা ডেস্ক | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 177 বার পঠিত | পড়ুন মিনিটে
সাত ম্যাচের মধ্যে পাঁচ হার ও দুই ম্যাচে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। আসরে টিকে থাকতে হলে ব্যাঙ্গালুরুর মাঠে বিরাট কোহলিদের বিপক্ষে জিততে হবে তাদের। গুরুত্বপূর্ণ ওই ম্যাচে টস হেরে ব্যাটিং পেয়েছে কেকেআর।
এই ম্যাচেও কেকেআর একাদশে পরিবর্তন এনেছে। তবে বিদেশি কোটায় অপরিবর্তিত আছে দলটি। যে কারণে ডেভিড ভিসে কিংবা সুনীল নারিনের জায়গায় লিটন দাসের খেলার সম্ভাবনার কথা বলা হলেও একাদশের বাইরে আছেন তিনি।
কলকাতার একাদশে ঢুকেছেন বৈভব অরোরা। ব্যাঙ্গালুরুর শুরুর একাদশে নেই ফ্যাফ ডু প্লেসি। ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলবেন তিনি। অর্থাৎ ব্যাটিংয়ের সময় নামবেন ব্যাঙ্গালুরুর নিয়মিত অধিনায়ক ডু প্লেসি।
কলকাতার একাদশ: জেসন রয়, জগদেশ, ভেঙ্কাটেশ আয়ার, নিতিশ রানা, রিংকু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, ডেভিড ভিসে, বৈভব অরোরা, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী।
ব্যাঙ্গালুরুর একাদশ: বিরাট কোহলি, শাহবাজ আহমেদ, গ্লেন ম্যাক্সওযেল, মাহিপাল লরমর, দিনেশ কার্তিক, সুরেশ, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড উইলি, বিজয়কুমার ভিজেস, হার্শাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ।
Posted ২:১৩ অপরাহ্ণ | বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
nykagoj.com | Stuff Reporter