
খেলা ডেস্ক | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩ | প্রিন্ট | 180 বার পঠিত | পড়ুন মিনিটে
ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ১-১ গোলের সমতা করেছে বাভারিয়ানরা।
ঘরের মাঠে সিটিজেনদের বিপক্ষে হতাশার পারফরম্যান্সের পর অ্যালিয়েঞ্জ অ্যারেনার পিচ ও রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন বায়ার্ন মিউনিখ কোচ টমাস টুখেল।
ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘দুইটা জিনিস মানসম্মত ছিল না। পিচ এবং রেফারি। শুরু থেকে শেষ পর্যন্ত সিদ্ধান্তের কারণে আমি তাকে ছয় রেটিং দেবো। আমাদের দেওয়া পেনাল্টিটাও আমি ফাউল হিসেবে দেখি না।’
ম্যানসিটির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বায়ার্নের পাঁচ খেলোয়াড় হলুদকার্ড দেখেন রেফারি তারপিন। দ্বিতীয়ার্ধে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বলা হয় দলটির ডিফেন্ডার ডায়ত উপামেকানোকে। পরে ভিএআর চেক করে অফসাউড হওয়ায় রক্ষা পান তিনি।
এছাড়া রেফারি নিয়ে প্রশ্ন তোলায় বায়ার্ন কোচ টুখেলকেও হলুদ কার্ড দেখান রেফারির দায়িত্বে থাকা তারপিন। সব মিলিয়ে রেফারির ওপর কোচ ক্ষোভ প্রকাশ করবেন অনুমিতই ছিল।
Posted ১১:৩৭ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
nykagoj.com | Stuff Reporter