শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তি পাচ্ছে সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   200 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মুক্তি পাচ্ছে সাকিব অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র

কোথায় নেই সাকিব? ক্রিকেটের বাইশ গজ থেকে রেস্টুরেন্ট, শেয়ারবাজার বা বিজ্ঞাপনের মডেল, কোন ক্ষেত্রে পা রাখেননি সাকিব আল হাসান? এবার সাকিব নাম লেখালেন অভিনয়ে। একটি শর্টফিল্মে অভিনয় করেছেন সাকিব। আজ মুক্তি পেতে যাচ্ছে ক্রিকেটার সাকিব আল হাসান অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অমলিন থাকুক প্রতিটি হাসি’।

অবশ্য গতকালই ভক্তদের সঙ্গে এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। এটি মূলত একটি মোবাইল কোম্পানির জন্য তৈরিকৃত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র।

সম্প্রতি সাকিবের কাছে কাছে জানতে চাওয়া হয়েছিল, ক্রিকেটের বাইরে এত সব কীভাবে করেন, সাকিবের জবাব ছিল, ‘যে পারে সে সবই পারে’। এমনটা যে শুধু মুখে না কাজে করেন, আরও একবার তার প্রমাণ দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

আয়ারল্যান্ড সিরিজ চলাকালীন চট্টগ্রামের সিআরবিতে স্বল্পদৈর্ঘ্য এই চলচ্চিত্রের শুটিং করেছিলেন সাকিব। সাকিব ছাড়া এতে আরও অভিনয় করেছেন প্রান্তর দস্তিদারসহ আরও গুণী অভিনেতা। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির সব কাজ শেষ, এখন শুধু মুক্তির অপেক্ষা। কাঙ্ক্ষিত মুক্তির পরই সাকিব ভক্তরা তাদের নায়ককে দেখতে পাবেন পর্দাতেও।

Facebook Comments Box

Posted ১১:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com