রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লাপোর্তের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় মেসি

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ১০ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   159 বার পঠিত   |   পড়ুন মিনিটে

লাপোর্তের আনুষ্ঠানিক প্রস্তাবের অপেক্ষায় মেসি

লিওনেল মেসির সঙ্গে জুনে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। আর্জেন্টাইন সুপার স্টারের সঙ্গে চুক্তি নবায়নের জন্য প্যারিসের ক্লাবটি এরই মধ্যে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে। কিন্তু লিও ওই প্রস্তাবে সাড়া দিচ্ছেন না।

সংবাদ মাধ্যম মুন্ডো ডেপোর্তিভো দাবি করেছে, মেসি বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার থেকে আনুষ্ঠানিক চুক্তির প্রস্তাব পাওয়ার অপেক্ষা আছেন। তিনি আশাও করছেনও দ্রুতই বার্সার পক্ষ থেকে তাকে ঘরে ফেরার ব্যাপারে প্রস্তাব দেওয়া হবে।

বার্সার পক্ষ থেকে একাধিকবার বলা হয়েছে, মেসির জন্য তাদের দরজা সব সময় খোলা। বার্সা কোচ জাভি, প্রেসিডেন্ট লাপোর্তাও বলেছেন একই কথা। কিন্তু দরজা খোলা বললেই তো ক্লাব পরিবর্তন সম্ভব নয়। তার জন্য প্রস্তাব এবং আলোচনা দরকার।

এর আগে মেসির বাবা ও এজেন্টে হোর্হে মেসির সঙ্গে বার্সা প্রেসিডেন্ট লাপোর্ত কথা বলেছেন। তবে ওই আলাপে দলবদল নিয়ে খুব বেশি কথা এগোয়নি। এছাড়া মেসির সঙ্গেও আলাপ করেনি বার্সা কর্তৃপক্ষ।

তবে সংবাদ মাধ্যম এর আগে দাবি করেছে যে, মেসিকে বার্সার ফেরানোর সম্ভাব্যতা যাচাই করে দেখছে ক্লাবটি। কিংবদন্তি ফুটবলারের জন্য নতুন স্পন্সর সংগ্রহেরও চেষ্টা করছে ক্লাবটি। তবে এখনও দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক কোন আলোচনা হয়নি।

Facebook Comments Box

Posted ১২:০৫ অপরাহ্ণ | সোমবার, ১০ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com