রবিবার ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

সাকিবকে কলকাতার অধিনায়ক না করায় অবাক টম মুডি

খেলাধূলা ডেস্ক   |   শনিবার, ০১ এপ্রিল ২০২৩   |   প্রিন্ট   |   142 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিবকে কলকাতার অধিনায়ক না করায় অবাক টম মুডি

দীর্ঘ সময় ধরে আইপিএল খেলছেন সাকিব আল হাসান। দুই-দুইবার শিরোপা জিতলেও নিজের নামের সুবিচার করতে পারেননি কোনো আসরেই। তবুও এবার সাকিবকে নিয়ে আশাবাদী সমর্থকরা, তার পক্ষে কথা বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরাও। এরই মধ্যে কলকাতার নেতৃত্বে সাকিবকে না দেখে বেশ অবাক হয়েছেন সাবেক অজি ক্রিকেটার ও কোচ টম মুডি। তার মতে, ‘বিদেশি বলেই সাকিবকে অধিনায়ক করা হয়নি।’

চোট সমস্যার কারণে অধিনায়ক শ্রেয়াস আয়ারকে এবারের আইপিএলে পাচ্ছে না কেকেআর। তার পরিবর্তে শেষ পর্যন্ত নিতিশ রানাকেই অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে শাহরুখ খানের দল।

বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে বলে উল্লেখ করেছেন মুডি। সাকিবের এই সাবেক গুরুর মতে, ফ্র্যাঞ্চাইজি দলগুলো বিদেশি হিসেবে গণ্য করায় তাকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি।

অস্ট্রেলিয়ার এই সাবেক ব্যাটার বলছেন, ‘সাকিব একজন দক্ষ ব্যাটার। ওর আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। শুধু কী বিদেশি বলেই ওকে দায়িত্ব দেওয়া হলো না? সাকিব এমন একজন ক্রিকেটার, যার ওপর ভরসা রাখা যায়। দল নির্ভর করতে পারে।’

বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারকে ব্যাটিং অর্ডারের চার নম্বরে খেলানো উচিত বলে মনে করেন মুডি। তার মতে, কেকেআরের উচিত সাকিবকে বিশেষজ্ঞ ব্যাটার হিসাবে ব্যবহার করা। প্রয়োজন হলে স্পিনার সাকিবকে ব্যবহার করা যেতে পারে। মুডি বলেন, ‘সাকিবকে সব সময়ই অতিরিক্ত বিদেশি হিসেবে ব্যবহার করা হয়েছে। যখন খেলেছে, তখনও ওকে ঠিকভাবে ব্যবহার করা হয়নি। ওকে চার নম্বরে খেলালে খেলার গতি নিয়ন্ত্রণ করতে পারবে। সাকিবকে বলা উচিত, তুমি মূলত ব্যাটার হিসাবে খেল। প্রয়োজন হলে বল করবে। কেকেআরে যথেষ্ট স্পিনার রয়েছে। বোলার সাকিব বাড়তি সুবিধা দেবে ওদের।’

একইসঙ্গে সুনীল নারিনকে ওপেনার হিসেবে নামানোর বিপক্ষে মুডি। তার মতে, ‘আন্দ্রে রাসেল ও নারিনকে এত প্রাধান্য দেওয়া উচিত নয়। মনে হয় না নারিন এবারও ওপেন করবে। ওটা একটা পরীক্ষা ছিল। আইপিএলের একাধিক দল এবং বিশ্বের অন্যত্রও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ওকে আটকানোর উপায় বের করে ফেলেছে। নারিন সাত বা আট নম্বরে বেশি কার্যকর হতে পারে।’

শ্রেয়াসের চোট কেকেআরে সবচেয়ে বড় সমস্যা বলে মনে করেন পাঞ্জাব এবং হায়দরাবাদের সাবেক কোচ। মুডির বক্তব্য, ‘সব দলের মধ্যে কেকেআরের সমস্যাই সবচেয়ে বড়। শ্রেয়াসের চোট সত্যিই বড় সমস্যা। ওর অনুপস্থিতি দলের ভারসাম্য নষ্ট করবে। তবে বিকল্প ভারসাম্য তৈরির করার মতো ক্রিকেটার রয়েছে কেকেআরের। আন্দ্রে রাসেল এবং নারিনকে ওরা সব সময় প্রথম একাদশে রাখে। মাথায় রাখা উচিত এখন ওরা প্রতিযোগিতার তরুণ ক্রিকেটারদের মধ্যে পড়ে না।’

Facebook Comments Box

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ০১ এপ্রিল ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com