শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে, যা বলছে আইসিসি-বিসিসিআই

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   197 বার পঠিত   |   পড়ুন মিনিটে

পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ বাংলাদেশে, যা বলছে আইসিসি-বিসিসিআই

এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না ভারত। নিরপেক্ষ ভেন্যু চায় ভারতীয় ক্রিকেট বোর্ড। বিষয়টি নিয়ে পিসিবি-বিসিসিআই-এর মধ্যে আলোচনা চলছে। এর মধ্যে খবর এসেছে চলতি বছর বিশ্বকাপ খেলতে ভারতে যেতে আগ্রহী না পাকিস্তান।

পিসিবি তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে চায়। সম্ভাব্য ভেন্যু হিসেবে বাংলাদেশকে প্রস্তাব করা হয়েছে। সংবাদ মাধ্যম ক্রিকইনফো এমনই দাবি করেছে। তবে আইসিসি পুরো বিশ্বকাপ ভারতে আয়োজনের বিষয়ে অনড়।

আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘বোর্ড মিটিংয়ে ভেন্যু হিসেবে বাংলাদেশের বিষয়ে কোন আলোচনা হয়নি। বোর্ড সদস্যরা ভারতে পূর্ণ আসর আয়োজনের সমর্থন দিয়েছেন। আমাদের মনোযোগ ভারতে বিশ্বকাপ আয়োজন নিয়ে।’

ক্রিকবাজ জানিয়েছে, নিরপেক্ষ ভেন্যুতে পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের বিষয়ে তারা বোর্ড মিটিংয়ে উপস্থিত একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। গত সপ্তাহে দুবাইতে হওয়া ওই মিটিংয়ে এমন কথা হয়নি বলে বলে জানিয়েছেন তারা। একজন বোর্ড সদস্য বলেছেন, ‘কোন একটা মিটিংয়ে ওই বিষয়ে আলাপ হয়ে থাকতে পারে। আমার উপস্থিতিতে এই বিষয়ে কোন কথা হয়নি।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, পাকিস্তান নিরপেক্ষ ভেন্যু হিসেবে বাংলাদেশকে চেয়েছে এমন তথ্য তাদের কাছে নেই। পিসিবির এক কর্মকর্তা দাবি করেছেন, বোর্ড সভার পরে বিষয়টি নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা হয়েছে। ক্রিকইনফো দাবি করেছে, ভারতের হাইব্রিড এশিয়া কাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফির দাবির প্রেক্ষিতে পাকিস্তান পাল্টা হিসেবে নিরপেক্ষ ভেন্যুতে তাদের বিশ্বকাপ ম্যাচ চেয়েছে।

বিস্ফোরক মন্তব্য করেছেন পিসিবির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও আইসিসির বর্তমান ব্যবস্থাপক ওয়াসিম খান। তিনি বলেছেন, ‘জানি না, ভিন্ন দেশে এখন বিশ্বকাপ আয়োজন সম্ভব কিনা। তবে নিরপেক্ষ ভেন্যুর জোর সম্ভাবনা আছে। আমার মনে হয় না ভারতে গিয়ে পাকিস্তান বিশ্বকাপ খেলতে চাইবে। আমার মনে হয়, এশিয়া কাপের মতো পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচও নিরপেক্ষ ভেন্যুতে হবে।’

তবে আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াসিম খান এই বিষয়ে মন্তব্য করার মতো কেউ নন। ওয়াসিম খানের এক হাত নিয়েছে ভারতীয় বোর্ড। বিসিসিআই-এর এক শীর্ষ কর্মকর্তা বলেছেন, ‘ওয়াসিম খানের বিশ্বকাপ ভেন্যুর বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ নেই। তার পিসিবির নির্বাহীর মতো আচরণ বন্ধ করা উচিত।’

Facebook Comments Box

Posted ৯:২২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com