বুধবার ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনভর ভোগান্তির পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

সারাদেশ ডেস্ক   |   সোমবার, ২০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   146 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দিনভর ভোগান্তির পর পরিবহন ধর্মঘট প্রত্যাহার

জেলা সদর আধুনিক হাসপাতাল প্রাঙ্গণে অ্যাম্বুলেন্স পার্কিং ব্যবস্থা ও পুলিশি হয়রানি বন্ধসহ ৯ দফা দাবিতে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ও জেলা অ্যাম্বুলেন্স মালিক-শ্রমিক সমিতির ডাকা ধর্মঘট রোববার রাতে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিভিন্ন পরিবহন শ্রমিক ও মালিক পক্ষের নেতাদের সঙ্গে বৈঠককালে জেলা প্রশাসকের আশ্বাসে এ ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এরআগে রোববার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে পরিবহন মালিক-শ্রমিকরা।

এদিকে পূর্ব ঘোষণা ছাড়াই পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। অনেকেই টার্মিনালে এসে আবার ফিরে গেছেন। কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছেছেন।

ব্যাংক কর্মকর্তা মো. ফয়েজ উদ্দিন টার্মিনালে এসে দেখেন বাস নেই। পূর্ব ঘোষণা ছাড়া পরিবহন বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী জানান, হাসপাতাল প্রাঙ্গণে জায়গা থাকলেও কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্স রাখতে দিচ্ছে না। এ ছাড়া তাঁদের আরও কিছু সমস্যা রয়েছে। সেগুলো সমাধানে ৯ দফা দাবি জানিয়েছেন।

জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, বিষয়টি কীভাবে দ্রুত সমাধান করা যায় সেই লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন।

Facebook Comments Box

Posted ১১:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ২০ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com