
খেলাধূলা ডেস্ক | শনিবার, ১১ মার্চ ২০২৩ | প্রিন্ট | 150 বার পঠিত | পড়ুন মিনিটে
ওয়ানডেতে বাংলাদেশ যতটা শক্তিশালী, টি-টোয়েন্টিতে ঠিক যেন তার বিপরীত। ১৭ বছর ধরে এই ফরম্যাট খেলেও এখানে নিজেদের মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ দল। বড় কোনো সাফল্যও দেয়নি ধরা। অধিনায়ক কিংবা খেলোয়াড় বদলেও আহামরি সফলতা মেলেনি। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সাকিব আল হাসানের দল শুরুটা করেছে দুর্দান্ত।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে শনিবার মিরপুর শেরে বাংলার মাঠে সংবাদ সম্মেলনে এসেছিলেন হাসান। সেখানে তরুণ এই পেসার বলেন, ‘এই মুহূর্তে আমরা যেই দলটা খেলছি, সেটা টি-টোয়েন্টিতে আমাদের অন্যতম সেরা।’
প্রথম ম্যাচ জিতে দ্বিতীয় ম্যাচেও মোমেন্টাম ধরে রাখতে চায় বাংলাদেশ। হাসান জানালেন, ‘আমি মনে করি খেলা যেহেতু মিরপুরে সেহেতু ভালো উইকেটই হবে। আমরা ওদের প্রথম ম্যাচে হারিয়েছি, চেষ্টা থাকবে মোমেন্টাম ধরে রাখার।’
ইংল্যান্ডের বিপক্ষে ডেথে দুর্দান্ত বোলিং করেছেন তরুণ এ পেসার। প্রথম ২ ওভারে ২১ রান দেওয়া হাসান পরের ২ ওভারে দিয়েছিলেন মাত্র ৫ রান। ডেথ ওভারে নিজের পরিকল্পনা জানিয়ে হাসান জানালেন, ‘আমার চিন্তা থাকে বল বাই বল। একটা বল যদি ডট দিতে পারি, পরের বলের জন্য সেটাই চিন্তা থাকে। যদি বাউন্ডারি হয়েও যায়, তবু আমি আমার স্ট্রেংথে থাকি, যেটা পছন্দ করি, সে বলটা করি। ওই সময়টায় আমি নিজের ক্যারেক্টারটা শো করতে পছন্দ করি। আমি চাই ওই চ্যালেঞ্জটা নিতে।’
Posted ১১:৪১ পূর্বাহ্ণ | শনিবার, ১১ মার্চ ২০২৩
nykagoj.com | Stuff Reporter