শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কুম্বলেকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডে ছয়ে অশ্বিন

খেলাধূলা ডেস্ক   |   শুক্রবার, ১০ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   72 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কুম্বলেকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডে ছয়ে অশ্বিন

বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের প্রথম ইনিংসে কিংবদন্তি লেগ স্পিনার অনিল কুম্বলের দুটি রেকর্ড ভেঙেছেন রবিশচন্দন অশ্বিন। অস্ট্রেলিয়া আহমেদাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৪৮০ রান তুলেছে। অশ্বিন নিয়েছেন ছয় উইকেট।

ওই ছয় উইকেট পাওয়ায় ঘরের মাঠে ভারতের হয়ে এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নেওয়ার কীর্তি এখন অশ্বিনের। আগে যা ছিল কুম্বলের। এছাড়া অশ্বিন ভারতের হয়ে ৪৬৭ উইকেট নিয়েছেন, এর মধ্যে ১১৩ উইকেট তিনি নিয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। অজিদের বিপক্ষে কুম্বলের উইকেট ১১১টি।

এক ইনিংসে সর্বোচ্চ পাঁচ উইকেট নেওয়ার তালিকায় ভারতের স্পিন বোলিং কিংবদন্তি অশ্বিন আছেন ছয়ে। ওই রেকর্ডে এখনও কুম্বলের চেয়ে পিছিয়ে তিনি।

টেস্টে এক ইনিংসে সবচেয়ে বেশি পাঁচ উইকেট নিয়েছেন সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক মুত্তায়া মুরালিধরন। তার ঝুলিতে আছে ৬৭বার পাঁচ উইকেট নেওয়ার কীর্তি। শেন ওয়ার্ন ৩৭বার নিয়ে দুইয়ে এবং স্যার হ্যাডলি ৩৬বার পাঁচ উইকেট নিয়ে আছেন তিনে।

চারে আছেন কুম্বলে। তিনি ক্যারিয়ারে ৩৫বার এক ইনিংসে পাঁচ উইকেট দখল করেছেন। পাঁচে আছেন বাংলাদেশের লঙ্কান স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। বাঁ-হাতি এই স্পিনার ৩৪বার পাঁচ উইকেট নিয়েছেন। অশ্বিন ৩২বার নিয়েছেন পাঁচ উইকেট। কিংবদন্তি ইংলিশ পেসার জেমি অ্যান্ডারসনও ৩২বার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন। তবে অশ্বিনের চেয়ে জেমি ম্যাচ বেশি খেলায় তিনি সাতে আছেন।

অশ্বিন দারুণ বোলিং করায় তাকে বাহবা দিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক ও সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি, ‘ব্যাটিং উইকেটে অশ্বিন এতো ভালো বোলিং করেছে দেখে খুব ভালো লাগছে। ক্লাস থাকলে তা অবশ্যই প্রকাশ পাবে। আশা করছি ভালো টেস্ট হবে। কিছু কঠিন উইকেটের পর ভালো উইকেটে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং উপভোগ করবে।’

Facebook Comments Box

Posted ১:২১ অপরাহ্ণ | শুক্রবার, ১০ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com