শুক্রবার ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাকিব-আফিফে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   80 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিব-আফিফে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের

বোলারদের দাপটে ইংল্যান্ডকে ১৫৬ রানে আটকে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। ১৪ ওভার শেষে ৪ উইকেটে ১২৩ রানে ব্যাট করছে বাংলাদেশ। সাকিব ৯ ও আফিফ ব্যাট করছেন ৫ রানে।

পাওয়ারপ্লে শেষ হতেই বোলিংয়ে মার্ক উডকে এনেছেন বাটলার। উডকে পেয়ে প্রথম চার বলে চারটি বাউন্ডারি মেরে এক ওভারে শান্ত তুললেন ১৭ রান। ১১তম ওভারে দলীয় একশো পেরোয় বাংলাদেশ। পরের ওভারেই মঈনের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেছেন নাজমুল। তার এই ফিফটি মাত্র ২৭ বলে।

শান্তর ফিফটির পরেই সাজঘরে ফেরেন তৌহিদ হৃদয়। মঈনের বলে কারেনের ক্যাচ হয়ে ফেরার আগে ১৭ বলে ২৪ রান করেন হৃদয়। নাজমুলের সঙ্গে হৃদয়ের জুটিতে ৩৯ বলে উঠেছে ৬৫ রান। পরের ওভারেই উডের ১৪৬ কিলোমিটার গতির গোলায় বোল্ড হন শান্ত। ফেরার আগে ৩০ বলে ৫১ রান করেন তিনি।

১৫৭ রানে লক্ষ্যে নেমে রনি-লিটনে উড়ন্ত সূচনা পেয়েছে স্বাগতিকরা। তবে সেই ঝড় বেশিক্ষণ স্থায়ী হয়নি। আদিল রশিদের গুগলিতে ১৪ বলে ২১ রান করে ফেরেন রনি। এরপর টিকতে পারেননি লিটনও। আর্চারের স্লোয়ার বল উড়িয়ে মারতে গিয়ে ওকসের তালুবন্দি হন তিনি। ফেরার আগে ১০ বলে ১২ রান করেন লিটন। আর্চারের স্লোয়ার বল উড়িয়ে মারতে গিয়ে ওকসের তালুবন্দি হন তিনি। ফেরার আগে ১০ বলে ১২ রান করেন লিটন।

Facebook Comments Box
advertisement

Posted ১২:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com