শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দলে নতুন মুখ তিন, আছেন এলিটা

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   118 বার পঠিত   |   পড়ুন মিনিটে

জাতীয় দলে নতুন মুখ তিন, আছেন এলিটা

মার্চে সিলেটে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ব্রুনাই ও সিসেলসকে নিয়ে আয়োজিত ওই টুর্নামেন্টের জন্য ২৭ জনের দল ঘোষণা করেছেন জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ের ক্যাবরেরা।

তার দলে নতুন মুখ তিনজন। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ফর্টিজ এএফসি মিডফিল্ডার মজিবুর রহমান জনি, ঢাকা আবাহনীর ডিফেন্ডার আলমগীর ও মুক্তিযোদ্ধা সংসদের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।

বাংলাদেশের নাগরিকত্ব পাওয়ার পর এলিটা কিংসলে আগেও জাতীয় দলে ডাক পেয়েছেন। তবে এখনও অভিষেক হয়নি তার। এবার তিন জাতি টুর্নামেন্টের দলেও রাখা হয়েছে ৩৩ বছর বয়সী এই স্ট্রাইকারকে।

বাংলাদেশ দল: আনিসুর রহমান, তারেক কাজী, বিশ্বনাথ ঘোষ, টুটুল বাদশা, তপু বর্মণ, সাদ উদ্দিন, রিমন হোসাইন, মাশুক মিয়া, সোহেল রানা (বসুন্ধরা), সোহেল রানা (আবাহনী), রাকিবুল হোসেন, সুমন রেজা, মতিন মিয়া, সাদিদুল ইসলাম, আলমগীর মোল্লা, রহমত মিয়া, ফয়সাল আহমেদ, এলিটা কিংসলে, জামাল ভূঁইয়া (অধিনায়ক), হেমন্ত ভিনসেন্ট, মোহাম্মদ ইবরাহিম, মিতুল মারমা, মজিবুর রহমান, মেহেদী হাসান শ্রাবন, আমিনুর রহমান, ইমন শাহরিয়ার, রবিউল হাসান।

Facebook Comments Box

Posted ১:২৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com