রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সৌম্য-শান্তদেরকে মনোবিদ দেখাতে চান ওয়াসিম

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   209 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সৌম্য-শান্তদেরকে মনোবিদ দেখাতে চান ওয়াসিম

সেমিফাইনাল নিশ্চিতের লড়াইয়ে রোববার পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। এই হারের পেছনে অনেকে সাকিব আল হাসানকে আম্পায়ারের ভুল আউট দেয়াকে কারণ হিসেবে দেখানোর চেষ্টা করলেও, কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম বলছেন দায় বাংলাদেশেরই। শুধু দায় দিয়েই বসে থাকেনি, কোথায় এবং কেন তা স্পষ্ট করেই বুঝিয়ে দিয়েছেন। এমনকি বাংলাদেশের ক্রিকেটারদের মানসিক ডাক্তারে শরণাপন্ন হওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন তিনি। পাকিস্তানের স্পোর্টস চ্যানেল এ স্পোর্টসের এক আলোচনায় ওয়াসিম আকরাম এ কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ দলকে তাদের নিজেদেরই দায় নিতে হবে, তাদের নেয়াও উচিত। যদি আমি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, তবে আমি দলের সবাইকে মনোবিদ দেখানো নিশ্চিত করতাম।’

বিশেষ করে হাফ সেঞ্চুরির পর নাজমুল হোসেন শান্তর আউট হওয়ার ধরনের সমালোচনা করলেন আকরাম। ২৪ বছর বয়সী বাঁহাতি ব্যাটসম্যান ৫৪ রান করে ইফতিখার আহমেদের কাছে বোল্ড হন। আকরাম বলেছেন, ‘বাংলাদেশকে নিজেদের দোষ দিতে হবে। সেটাই উচিত। আমি যদি বাংলাদেশ দলের অধিনায়ক বা কোচ হতাম, এই ছেলেদের মনোবিদ দেখাতাম। কারণ এক পর্যায়ে শান্তর যখন ৫৪ রান ছিল, তখন সবকিছু ভালো অবস্থায় ছিল।’

আকরাম বললেন, ‘তাদের স্কোর ছিল ২ উইকেটে ৭৩। আমি ভেবেছিলাম তারা ১৬০ করবে। কিন্তু তারপরই শান্ত ইফতিখারের বলে অদ্ভুত শট খেলতে গিয়ে বোল্ড হলো। যদি সিঙ্গেলও নিতে থাকতো, তাহলেও তো স্কোর সহজেই ১৫৫ হতো।’

বাংলাদেশকে নিয়ে আকরাম আরও বললেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে যখন আপনি দেখবেন একজন নির্দিষ্ট বোলার বল করতে আসছে এবং আপনি জানেন যে প্রতিপক্ষ অধিনায়ক তাকে উইকেট নেওয়ার জন্য বোলিংয়ে এনেছে, তখন আপনি শট খেলতে পারেন না। কেবল ওই নির্দিষ্ট ওভারগুলোতে স্ট্রাইক অদলবদল করতে হবে। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা মনস্থির করলো তারা তাকে ও কেবল শাহীনকে মেরে খেলবে।’

Facebook Comments Box

Posted ১:৫৩ অপরাহ্ণ | সোমবার, ০৭ নভেম্বর ২০২২

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com