রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গালতিয়েরেই ‘আস্থা’ পিএসজি প্রেসিডেন্টের

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   136 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গালতিয়েরেই ‘আস্থা’ পিএসজি প্রেসিডেন্টের

বিশ্বকাপের আগ পর্যন্ত ক্রিস্টোফার গালতিয়েরের অধীনে ভালো করছিল পিএসজি। কিলিয়ান এমবাপ্পে তো ফর্মে ছিলেনই, লিওনেল মেসি এবং নেইমার জুনিয়রও ফর্মের তুঙ্গে ছিলেন। বিশ্বকাপের পরে ছন্দ পতন হয়েছে প্যারিসিয়ানদের। টানা তিন ম্যাচে হার দেখতে হয়েছে পিএসজি’র।

এর মধ্যে মার্সেই-এর বিপক্ষে কাপ দে ফ্রান্সে হেরে বিদায় নিয়েছে। বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলের হার ধাক্কা হয়ে এসেছে প্যারিসিয়াসদের জন্য। এর মধ্যে নেইমার ইনজুরিতে পড়েছেন। সব মিলিয়ে পিএসজি শিবিরের অবস্থা ‘হ য ব র ল’।

চলতি মৌসুমে দায়িত্ব পাওয়া কোচ ক্রিস্টোফার গালতিয়ের চাকরি হারাচ্ছেন বলে গুঞ্জন বেরিয়েছিল। তার জায়গায় জিনেদিন জিদানের কোচ হওয়ার গুঞ্জন ছিল। শোনা গিয়েছিল, টমাস টুখেলকেও ফিরিয়ে আনা হতে পারে। তবে পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি জানিয়েছেন, কোচ গালতিয়েরে আস্থা আছে তার।

তিনি বলেছেন, ‘আমি সব সময় আমার কোচের ওপর আস্থা রাখি। কারণ আমি জানি, তিনি কী করতে পারেন। বিশ্বকাপের পরে আমাদের জন্য মৌসুম একটু কঠিন হয়ে গেছে। কারণ বিশ্বকাপে আমাদের অনেক খেলোয়াড় অংশ নিয়েছিল। যদিও তা কোন অজুহাত নয়। এখন আমাদের জায়গায় ফিরে যেতে হবে।’

রোববার রাতের লিগ ম্যাচে মার্সেই-এর বিপক্ষে ৩-০ গোলে জিতেছে পিএসজি। ওই ম্যাচে কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেছেন। মেসি এক গোল করে ৭০০ গোলের কীর্তি গড়েছেন। বড় ওই জয়ের পর কোচের ওপর আস্থার কথা বলেছেন কাতারি মালিকানাধীন ক্লাব পিএসজির প্রেসিডেন্ট।

Facebook Comments Box

Posted ১১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com