শুক্রবার ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

তামিম জানালেন, সাকিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   169 বার পঠিত   |   পড়ুন মিনিটে

তামিম জানালেন, সাকিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব

ঢাকার মাটিতে এই সপ্তাহে শুরু হতে চলেছে ইংল্যান্ড সিরিজ। সিরিজের আগে আলোচনায় এসেছে সাকিব আল হাসান ও তামিম ইকবালের পারস্পরিক সম্পর্কে ফাটল ধরার খবর। যা এসেছে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনের মুখ থেকে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল যা নিয়ে সংবাদমাধ্যমে খোলামেলা কথা বললেন এবার।

সাকিবের সঙ্গে সম্পর্কের শীতলতার বিষয়টি সরাসরি অস্বীকার করেননি বাঁহাতি ওপেনার তামিম। তবে দলে এর কোনো প্রভাব পড়ে না বলে জোড় দাবি করেন। বলে দেন, মাঠে খেলার বাইরের অন্য কোনো কিছুই গুরুত্বপূর্ণ না।

ওয়ানডে অধিনায়ক তামিম স্পষ্টভাবে জানিয়েছেন মাঠের মধ্যে তাদের সবকিছুই ঠিক, মাঠের বাইরে কি সেটা কোনো ম্যাটার (ব্যাপার) করে না। ইংল্যান্ড সিরিজের আগে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন তামিম।

তামিম বলেন, ‘আমার কাছে মনে হয় সবচেয় গুরুত্বপূর্ণ জিনিস হলো আমি, সাকিব যখন বাংলাদেশ দলের জার্সি পড়ি, মাঠে যখন নামি, তখন আমি আমার সেরাটা দিই, সে তার সেরাটা দেয়। আমি যখন অধিনায়কত্ব করি তখন যেকোনো পরামর্শ চাই। সে আমাকে পরামর্শ দেয়। আবার সে যখন অধিনায়কত্ব করে তখন তার কোনো পরামর্শের প্রয়োজন হলে আমি সেটার জন্য প্রস্তুত থাকি। এর বাইরে কিছু নেই। এর বাইরে কোনো কিছু ম্যাটার করে না (নাথিং এলস ম্যাটার)।’

সাকিব-তামিম বাংলাদেশ দলের সবচেয়ে বড় তারকা। তাদের দ্বন্দ্ব নিশ্চয়ই দলের জন্যও খারাপ বার্তাই দেয়। এই সম্পর্ক কি ঠিক হওয়া সম্ভব? এমন প্রশ্নে তামিমের জবাব, ‘সম্ভব সবকিছুই। এভ্রিথিং ইজ পসিবল।’

তবে পাপনের সাক্ষাৎকারে উঠে এসেছে, এই দুজনের দ্বন্দ্ব মেটাতে চেয়েছিলেন খোদ বিসিবি সভাপতি। এর বাইরেও চেষ্টা চলেছে। একবার নাকি দুজন মুখোমুখিও হয়েছিলেন। তামিম সাড়া দিলেও সম্পর্ক ঠিক করার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলেন না সাকিব। এ নিয়েও জানতে চাওয়া হয় তামিমের কাছে। জবাবে তিনি বলেছেন, ‘যা হয়েছে, দুজন ব্যক্তির মধ্যে হয়েছে। তারা দলের গুরুত্বপূর্ণ দুজন। এটা ওই রুমেই আটকে থাকা দরকার। আমি এটা নিয়ে মন্তব্য করতে চাই না।’

Facebook Comments Box

Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com