শুক্রবার ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব-তামিমের দ্বন্দ্ব, বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’

খেলাধূলা ডেস্ক   |   শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   67 বার পঠিত   |   পড়ুন মিনিটে

সাকিব-তামিমের দ্বন্দ্ব, বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’

বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’! অনেকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট পাড়ায় এই কথাটি বলাবলি হচ্ছে। বরাবরই ক্রিকেটাররা বা বিসিবি থেকে যেটি নাকচ করা হয়েছে। তবে এবার বাংলাদেশের ক্রিকেটে ‘গ্রুপিং’ নিয়ে মুখ খুললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রীড়াভিত্তিক গণমাধ্যম ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বিসিবি বস এটি স্বীকার করে বলেন, ‘বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং, আর এটাই বাস্তবতা। আমার আর কোনো কিছুতেই সমস্যা নেই।’

এছাড়াও দেশের ক্রিকেটে দীর্ঘদিন ধরেই বলাবলি হচ্ছে, একসময়ের কাছের বন্ধু সাকিব-তামিমরা এখন আর বন্ধু নেই। তবে, ঘটনার সত্যতা কতটুকু তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কখনোই কিছু বলেননি দুজনের কেউই, এমনকি ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরাও। সেকারণেই অনেকের কাছেই সাকিব-তামিমের বন্ধুত্বে ফাটলের গল্পটা এতদিন ছিল শুধুই গুজব। সর্বশেষ ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বিএসজেএর অ্যাওয়ার্ড নাইটে হাজির হলেও সেখানে একজন আরেকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়নি। যা টাইগার ভক্তদেরও নজর এড়ায়নি।

এতোদিন সাকিব-তামিমদের সম্পর্কের অবনতির বিষয়টি গুঞ্জন হিসেবে থাকলেও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ‘এই দুই ক্রিকেটারের গ্রুপিংয়ের কারণে বাংলাদেশ দলের ড্রেসিং রুমে আর স্বাস্থ্যকর পরিবেশ নেই।’

পাপন বলেছেন, ‘এই ড্রেসিং রুম স্বাস্থ্যকর নয়, এটা আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। সাকিব ও তামিমের এই ব্যাপার (বিরোধ) আমি সমাধানের চেষ্টা করেছি। আমি দুজনের সঙ্গেই কথা বলেছি, এরপর মনে হয়েছে সমাধান করা সহজ না এই মুহূর্তে। এটা আমার পর্যবেক্ষণ। দুজনকেই একই বার্তা দিয়েছি- তোমাদের মধ্যে যাই হোক ম্যাচে বা সিরিজে সেটা যেন না আসে। তারা দুজন নিশ্চয়তা দিয়েছে ম্যাচে কিছু আসবে না।’

তামিম এই মুহূর্তে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। সাকিব আছেন টি-টোয়েন্টি ও টেস্টে অধিনায়ক হিসেবে। তামিম টি-টোয়েন্টি ছাড়লেও টেস্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য সে। আগামী ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে দুজনকেই একসঙ্গে দরকার বাংলাদেশের। অথচ দেশের এমন সময়ে দুজনের দ্বন্দ্বের কারণে চিন্তিত বিসিবি বস পাপন।

যদিও মাঠের বাইরের দ্বন্দের প্রভাব সাকিব-তামিমরা মাঠে প্রকাশ করেনি। খেলার মাঠে প্রয়োজনীয় সময়ে তাদের কথা বলতে দেখা যায়। বিসিবি সভাপতি চান ড্রেসিংরুমেও তারা যেন থাকেন স্বাভাবিক। খেলা শেষ হয়ে গেলে নিজেরা কি করবেন সেটা তাদের একান্ত বিষয়, ‘তাদের খেলার মাঠে ও ড্রেসিংরুমে কথা বলতে হবে। ড্রেসিংরুমের আবহও খুব খারাপ ছিল কিন্তু এখন কিছুটা উন্নত হচ্ছে। এই সিরিজ (ইংল্যান্ডের বিপক্ষে) থেকে আমি এটার বদল চাই (তাদের সম্পর্কের)। অন্তত ড্রেসিংরুমে। খেলার বাইরে তারা কি করবে তা নিয়ে আমার মাথা ব্যথা নেই।’

সাকিব-তামিম বিরোধ ছাড়াও দলের ভেতর একাধিক গ্রুপের অস্বস্তি খোঁজে পাওয়ার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি। এই মুহূর্তে তার উদ্বেগের জায়গাও সেটাই, ‘বাংলাদেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় সমস্যা হচ্ছে গ্রুপিং, এটা বাস্তবতা। আমার অন্য কোন কিছু নিয়ে সমস্যা নাই। আমি এই গ্রুপিং নিয়ে খুব উদ্বিগ্ন। মাত্র কদিন আগে আমি এটা জানতে পেরেছি। আমরা ভালো আগামী চাইতে হলে এটার শেষ দেখতে চাই। সবাইকে বুঝতে হবে গ্রুপিং করার জায়গা এখানে নাই।’

বাংলাদেশ নতুন হেড কোচ হিসেবে নিয়ে এসেছে চন্ডিকা হাথুরুসিংহেকে। রাসেল ডমিঙ্গোর স্থলাভিষিক্ত হয়ে ইতোমধ্যেই কাজও শুরু করেছেন তিনি। তার অধীনেই বাংলাদেশ খেলবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। এমন সময়ই গ্রুপিংয়ের বিষয়টি প্রকাশ্যে নিয়ে এলেন পাপন। হাথুরুসিংহে কি পারবেন সমাধান করতে?

Facebook Comments Box

Posted ১২:৪৮ অপরাহ্ণ | শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com