রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বন্ধুত্বের টানে বার্সায় মেসি

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   138 বার পঠিত   |   পড়ুন মিনিটে

বন্ধুত্বের টানে বার্সায় মেসি

লিলির বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে ৪-৩ গোলে জিতেছে পিএসজি। ওই ম্যাচে যোগ করা সময়ে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে গোল করে দলকে জয় এনে দেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড লিও মেসি।

এরপর বন্ধুত্বের টানে বার্সেলোনায় ফিরেছেন লিও। সেখানে তার স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জে, বার্সার লেফট ব্যাক ও লিও’র কাছের বন্ধু জর্ডি আলবা ও তার স্ত্রী এবং দীর্ঘদিন একসঙ্গে বার্সার ড্রেসিংরুম ভাগাভাগি করা বন্ধু সের্গিও বুসকেটস ও তার স্ত্রী উপস্থিত ছিলেন।

মেসির স্ত্রী অ্যান্তোনেল্লা রোকুজ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘কাপলস নাইট আউটের’ ওই ছবি শেয়ার করেছেন। এর আগে গত জানুয়ারিতে ক্যাম্প ন্যুতে ফিরেছিলেন লিও। বন্ধু ও বার্সার বর্তমান কোচ জাভির জন্মদিনে উপস্থিত ছিলেন তিনি।

মেসির সঙ্গে লিও’র চুক্তি শেষ চলতি বছরের জুনে। পিএসজি লিও’র সঙ্গে চুক্তি নবায়ন করতে চায়। কিন্তু প্যারিসের ক্লাবটি চায় মেসি কম বেতনে চুক্তি বাড়াক। মেসির এজেন্ট ও তার বাবা হোর্হে মেসি তাতে রাজী নন। পিএসজি কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার টেবিলে বসলেও দুই পক্ষ সমঝোতায় আসতে পারেনি।

মেসির তাই পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি ঝুলে গেছে। তার বার্সেলোনায় ফেরার গুঞ্জন ডালপালা মেলেছে। তবে মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি জানিয়ে দিয়েছেন, লিও’র আপাতত বার্সায় ফেরার সম্ভাবনা নেই। মেসির বিষয়ে বার্সার সঙ্গে কোন আলোচনা হয়নি তাদের। বার্সা তেমন কোন প্রস্তাবও দেয়নি।

Facebook Comments Box

Posted ১২:৫৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com