রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলের সূচি চূড়ান্ত, উদ্বোধনী ম্যাচে ধোনি-পান্ডিয়ার লড়াই

খেলাধূলা ডেস্ক   |   শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   114 বার পঠিত   |   পড়ুন মিনিটে

আইপিএলের সূচি চূড়ান্ত, উদ্বোধনী ম্যাচে ধোনি-পান্ডিয়ার লড়াই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের সূচি চূড়ান্ত করেছে কর্তৃপক্ষ। আগামী ৩১ মার্চ শুরু হবে ফ্র্যাঞ্জাইজি ভিত্তিক বিশ্বের সবচেয়ে বড় টি-২০ ক্রিকেটের আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস ও প্রথম আসরে এসেই চ্যাম্পিয়ন হওয়া হার্ডিক পান্ডিয়ার দল গুজরাট টাইটান্স।

প্রথমদিন একটি ম্যাচ হলেও পরের দুই দিন দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন মাঠে নামবে পাঞ্জাব কিংস ও কলকাতা নাইট রাইডার্স। পরের ম্যাচে খেলবে লখনউ সুপার জায়ান্ট ও দিল্লি ক্যাপিটালস। এবারের আইপিএল চলবে প্রায় দুই মাস। গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২১ মে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ মে।

কয়েক বছরের বিরতি দিয়ে আইপিএল এবার হোম-অ্যাওয়ে ফরম্যাটে মাঠে নামতে যাচ্ছে। আইপিএলে দল পাওয়া দশ ফ্র্যাঞ্জাইজির জন্য দশটি হোম ভেন্যু রেখে সূচি চূড়ান্ত করা হয়েছে। এর আগে ২০১৯ আসর হয়েছিল হোম-অ্যাওয়ে ভিত্তিতে। পরের আসর হয় সংযুক্ত আরব আমিরাতে।

২০২১ আসর প্রথমে ভারমে, এরপর সংযুক্ত আরব আমিরাতে হয়েছে। গত বছর দশ দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন হলেও করোনার কারণে মুম্বাই ও পুনেতে অনুষ্ঠিত হয়েছে আসরটি।

এবারের আইপিএলে বাংলাদেশের তিনজন ক্রিকেটার দল পেয়েছেন। মুস্তাফিজকে পূর্বের ফ্র্যাঞ্জাইজি দিল্লি ক্যাপিটালস ধরে রেখেছে। সাকিব আল হাসান ফিরেছেন কলকাতা নাইট রাইডার্সে। প্রথমবার আইপিএলে দল পেয়েছেন লিটন দাস। তিনি কলকাতা নাইট রাইডার্সে খেলবেন।

অবশ্য তারা শুরু থেকে আইপিএলে থাকতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজি খেলবে বাংলাদেশ। ওয়ানডের পর টি-২০ সিরিজ চলবে ৩১ মার্চ পর্যন্ত। এরপর আছে এক ম্যাচের টেস্ট। মুস্তাফিজ টেস্ট দলে অনিয়মিত হওয়ায় তার শুরু থেকে আইপিএলে থাকতে বাধা নেই। তবে সাকিব ও লিটন টেস্ট দলের অধিনায়ক ও সহ-অধিনায়ক হওয়ায় বিসিবি’র থেকে ছাড়পত্র পাওয়া নিয়ে বিপাকে পড়তে পারেন।

Facebook Comments Box

Posted ১:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com