শনিবার ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব, অডিও ‘ফাঁস’

খেলাধূলা ডেস্ক   |   বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   72 বার পঠিত   |   পড়ুন মিনিটে

দেশের নারী ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব, অডিও ‘ফাঁস’

টি-২০ বিশ্বকাপ খেলতে দক্ষিণ আফ্রিকা আছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ খেলে হেরেছে মেয়েরা। এর মধ্যেই সামনে এলো ফিক্সিংয়ের প্রস্তাবের খবর। দক্ষিণ আফ্রিকায় থাকা এক নারী ক্রিকেটারকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছেন দলের বাইরে থাকা আরেক বাংলাদেশি ক্রিকেটার।

‘ফাঁস’ হওয়া একটি অডিও কল থেকে যা নিশ্চিত হওয়া গেছে। বেসরকারি চ্যানেল যমুনা টিভিতে প্রচারিত ওই অডিও থেকে জানা গেছে, দলের বাইরে থাকা ক্রিকেটার দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপ খেলতে যাওয়া ক্রিকেটারকে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন।

তবে প্রস্তাব পাওয়া ওই ক্রিকেটার ম্যাচ পাতানোর বিষয়টি নাকচ করেছেন। এমন প্রস্তাব আর কখনও না দেওয়ার অনুরোধ করেছেন। অডিও’তে শোনা গেছে প্রস্তাব দেওয়া ক্রিকেটার বলেছেন, ‘আমি তোমাকে জোর করছি না। ইচ্ছে হলে তুমি খেলবা, না হলে নাই। এবারও তুমি চাইলে খেলতে পারো, না হলে নাই। তোমার ইচ্ছা। ধরো, একটা ম্যাচে তুমি ভালো খেললে, পরের ম্যাচে তুমি খেলতে (ম্যাচ পাতাতে) পারো। সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট তোমাকে কিছু বলতে পারবে না।’

জবাবে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটার বলেন, ‘না বান্ধবী, এসব প্রস্তাব তুমি আমাকে আর দিও না। আমি এসবের মধ্যে নাই। প্লিজ এসব কথা আমাকে বইলো না। এগুলো আমার দিয়ে হবেনা। এগুলো আমাকে বইলো না, রিকুয়েস্ট।’

বিষয়টি নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যম ক্রিকইনফোকে বলেছেন, ‘আইসিসির দুর্নীতি দমক কমিশন (আকসু) বিষয়টি দেখভাল করে। আমাদের ক্রিকেটাররা এসব বিষয়ে কী করতে হবে, না হবে তা জানেন। যদি প্ররোচনা করে থাকে তাহলে ওই ক্রিকেটার জানেন তাকে আইসিসির মাধ্যমে আকসুকে জানাতে হবে। এখানে বিসিবির তদন্তের কিছু নেই। এটা খুব সেনসেটিভ বিষয়। একটা নিউজ ধরে আমরা মন্তব্য করতে পারি না।’

Facebook Comments Box

Posted ১২:৪৯ অপরাহ্ণ | বুধবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

ক্যালেন্ডার

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com