রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন

খেলাধূলা ডেস্ক   |   রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   128 বার পঠিত   |   পড়ুন মিনিটে

ভারত-অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তন

ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে অনুষ্ঠিত বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টের ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তৃতীয় টেস্টটি হওয়ার কথা ছিল ধর্মশালায়।

সেখানকার মাঠ টেস্ট আয়োজনের জন্য প্রস্তুত না হওয়ায় ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছে। ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে তা এখনও ঠিক হয়নি। তবে ধারণা করা হচ্ছে ইনদোর নয়তো রাজকোটে হতে পারে ম্যাচটি।

সংবাদ মাধ্যম ক্রিকইনফো জানিয়েছে, বিসিসিআই-এর কর্মকর্তারা ১১ ফেব্রুয়ারি ধর্মশালায় মাঠ পরিদর্শনে গিয়ে তৃতীয় টেস্ট সেখানে না আয়োজনের সুপারিশ করেছে। কারণ মাঠটির আউটফিল্ড উইকেট প্রস্তুত নয়। ড্রেনেজের (পানি নিষ্কাশনের) কাজ করায় সেগুলো ঠিকঠাক ঢেকে রাখা সম্ভব হয়নি।

এছাড়া ধর্মশালায় সর্বশেষ ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ সিরিজের ম্যাচ ছাড়া সম্প্রতি কোন আন্তর্জাতিক ম্যাচও হয়নি। সেটাকেও কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে ২০১৬-১৭ মৌসুমে অবশ্য ধর্মশালায় অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ ও শেষ টেস্টে জয় তুলে নিয়ে সিরিজ জিতেছিল ভারত।

এদিকে দিল্লিতে দ্বিতীয় টেস্টের আগে নাগপুরে একটি ঐচ্ছিক অনুশীলন করতে চেয়েছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। ইনজুরিতে থাকা ক্যামেরুন গ্রিন, মিশেল স্টার্কসহ পাঁচ ক্রিকেটারের সেখানে বিশেষ অনুশীলন করানোর পরিকল্পনা নিয়েছিল। কিন্তু নাগপুরের সেন্ট্রাল উইকেটে কিউরেটর পানি দিয়ে দেওয়ায় অনুশীলন করা হচ্ছে না অজিদের।

Facebook Comments Box

Posted ২:২৬ অপরাহ্ণ | রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com