রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৪ কোটি টাকা বোনাস পাচ্ছেন রোনালদোদের প্রতিদ্বন্দ্বী ক্লাব

খেলাধূলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   141 বার পঠিত   |   পড়ুন মিনিটে

৪ কোটি টাকা বোনাস পাচ্ছেন রোনালদোদের প্রতিদ্বন্দ্বী ক্লাব

সৌদি আরবে রোনালদোর ক্লাব আল নাসরের চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। গত মঙ্গলবার ল্যাটিন আমেরিকান চ্যাম্পিয়ন ফ্লামেঙ্গোকে ৩-২ গোলে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে এশিয়ান চ্যাম্পিয়ন দলটি। আগামী শনিবারের ফাইনালে তাদের মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মরক্কোর প্রিন্স মৌলে আব্দেল্লাহ স্টেডিয়ামে।

সৌদিকে এমন গর্বের মুহূর্তে এনে দেওয়ায় মোটা অঙ্কের বোনাস দেওয়ার ঘোষণা দিয়েছেন সৌদি আরবের অন্যতম শিল্পপতি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। দলের প্রতিটি সদস্যকে ১ মিলিয়ন রিয়াল দেবেন তিনি। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ২ কোটি ৮৩ লাখ টাকা। এমনকি ফাইনালে জিততে পারলে খেলোয়াড়দের একই উপহারের ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে সৌদি আরবের ক্রীড়া চ্যানেল ‘এসএসসি’ এক প্রতিবেদনে জানিয়েছে, ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে জয়ের জন্য আল-হিলালের সব খেলোয়াড়কে পাঁচ লাখ রিয়াল করে উপহার দেবেন দেশটির ক্রীড়ামন্ত্রী। বাংলাদেশি টাকায় যার পরিমাণ ১ কোটি ৪২ লাখ টাকা। সব মিলিয়ে বোনাসের অঙ্কটা ৪ কোটি টাকারও বেশি।

কদিন আগেই রোনালদো বেশ গর্বের সঙ্গে বলেছেন, সৌদি আরবের ফুটবল এখন অনেক উন্নতি করেছে। দেশের প্রথম ক্লাব হিসেবে বিশ্ব ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠে যেন রোনালদোর সেই কথাই প্রমাণ করল আল হিলাল। গত বিশ্বকাপেও গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে হারিয়ে পুরো ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল আরব দেশটি। পরে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

Facebook Comments Box

Posted ১২:৫৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৩

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com