রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেইমারকে তার গুরুত্ব প্রমাণের চ্যালেঞ্জ আনচেলত্তির

খেলা ডেস্ক   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   22 বার পঠিত   |   পড়ুন মিনিটে

নেইমারকে তার গুরুত্ব প্রমাণের চ্যালেঞ্জ আনচেলত্তির

ব্রাজিল জাতীয় দলে এবং আগামী বিশ্বকাপে নেইমার জুনিয়রকে গুরুত্বপূর্ণ মনে করেন কার্লো আনচেলত্তি। তবে সেই গুরুত্ব নেইমারকে প্রমাণের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ব্রাজিলের ইতালিয়ান কোচ। ডন কার্লোর মতে, নেইমারের হাতে সময় আছে। তার ঠিক মতো প্রস্তুত হওয়া উচিত।

লম্বা ইনজুরি কাটিয়ে সান্তোসের জার্সিতে মাঠে ফিরেছেন নেইমার। ব্রাজিলের ক্লাব সান্তোসে ফিরেছেন নিয়মিত খেলে ফর্মে ফেরার জন্য। কিন্তু সেখানেও ইনজুরি তার পিছু ছাড়ছে না। যে কারণে ফিটনেসে ঘাটতি আছে তার। নেই আগের মতো সেই ফর্মেও।

ব্রাজিলের কোচ হিসেবে গত মাসে দুই ম্যাচে ডাগ আউটে দাঁড়িয়েছেন আনচেলত্তি। ওই দুই ম্যাচের দলে ছিলেন না নেইমার। যদিও দরজা সেলেসাও তারকার জন্য তিনি খুলেই রেখেছেন। তবে বলটা ঠেলে দিয়েছেন নেইমারের কোর্টে।

ডন কার্লো বলেন, ‘আমি তার সঙ্গে কথা বলেছি। সে জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ফুটবলার, বিশ্বকাপের জন্যও। সেজন্য তার ভালো মতো প্রস্তুত হওয়া উচিত, তার হাতে ঠিকঠাক প্রস্তুত হওয়ার সময়ও আছে। তার সঙ্গে আলাপে এটাই বলেছি যে- তোমার ঠিক মতো প্রস্তুত হওয়া উচিত। কারণ জাতীয় দলে তাকে খুব গুরুত্বপূর্ণ একজন হিসেবে খেলানোর জন্য আমাদের পরিষ্কার পরিকল্পনা রয়েছে।’

নেইমার পূর্ণ ফিটনেসে ফিরে নিয়মিত ম্যাচ খেলতে পারলে এবং ফর্ম দেখাতে পারেন সেপ্টেম্বরের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তাকে ব্রাজিল দলে দেখা যেতে পারে। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচ খেলবে সেলেসাওরা। যা হতে পারে প্রায় দুই বছর পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রথম ম্যাচ।

Facebook Comments Box

Posted ১০:৪০ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com