রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শুরু হচ্ছে বোর্ড সভা, উঠতে পারে শান্ত প্রসঙ্গ

খেলা ডেস্ক   |   সোমবার, ৩০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

শুরু হচ্ছে বোর্ড সভা, উঠতে পারে শান্ত প্রসঙ্গ

টেস্ট সিরিজ শেষে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেওয়ায় নাজমুল হোসেন শান্তর ওপর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হয়তো কিছুটা মনঃক্ষুণ্ন হয়েছেন। মিডিয়াকে প্রতিক্রিয়া জানাতে গিয়ে শান্তকে মনে করিয়ে দেন সিরিজ চলাকালে এভাবে ঘোষণা দেওয়া ঠিক হয়নি।

পরিস্থিতি তৈরির পেছনে একা শান্তকে দায় দেওয়া ঠিক হবে না। কারণ তিনি আগেই ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমকে জানিয়েছিলেন, টেস্টের ক্যাপ্টেন্সি ছেড়ে দেবেন।

বিসিবি কর্তারা সব জেনেবুঝেও কেন আগে থেকে শান্তর সঙ্গে কথা বলেননি? কেন তাঁকে শ্রীলঙ্কা সফর শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়নি। এ বিষয়গুলো নিয়ে আলোচনা হতে পারে বিসিবি পরিচালনা পর্ষদের আজকের সভায়।

পরবর্তী টেস্ট অধিনায়ক কাকে করা হতে পারে, তা নিয়েও কথা হতে পারে। যদিও বিসিবির একাধিক পরিচালক গতকাল নিশ্চিত করেছেন, টেস্টের নতুন অধিনায়ক মনোনীত হবে না। তবে নাজমুল হোসেন শান্তর পদত্যাগ যে গ্রহণ করা হবে, তাতে কোনো সন্দেহ নেই।

টেস্ট ক্রিকেটে অধিনায়ক হওয়ার মতো হাতেগোনা কয়েকজন আছেন বাংলাদেশ দলে। এ মুহূর্তে মেহেদী হাসান মিরাজ আর লিটন কুমার দাস ছাড়া বড় নাম নেই। মুমিনুল হক, মুশফিকুর রহিম টেস্টের নেতৃত্বে ফিরবেন না আগের তিক্ত অভিজ্ঞতার কারণে। সাদমান ইসলাম, তাইজুল ইসলামকেও অধিনায়ক হিসেবে বিবেচনা করছেন না পরিচালকরা।

জাকের আলী বা পেস বোলারদের কেউই অধিনায়ক হওয়ার মতো অভিজ্ঞ নন। শেষ ভরসা মিরাজ আর লিটন। বিসিবি সভাপতি হয়তো মিরাজকেই বেছে নেবেন অলরাউন্ডার কোটায়। সেটা করা হলে তিন সংস্করণে তিন অধিনায়কের নীতিতে থাকা হবে না বুলবুলের।

টেস্ট অধিনায়ক বেছে নিতে যথেষ্ট সময় পাবেন বিসিবি কর্তারা। কারণ পরের সিরিজ নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে। আপাতত ওয়ানডে ও টি২০ ক্রিকেটে ব্যস্ত থাকবে বাংলাদেশ।

বিসিবিও এ মুহূর্তে বেশি ব্যস্ত বাজেট অনুমোদনে। বছরের শেষ সভা হওয়ায় আজ বিগত এক বছরের বাজেট অনুমোদন করা হবে। ২০২৫-২৬ সালের সম্ভাব্য বাজেট অনুমোদন করা হবে বলে জানান পরিচালক ফাহিম সিনহা। এ ছাড়া দেশের চারটি ভেন্যুতে মিনি বিসিবি গড়ে তোলা, বিসিবিকে পেশাদার কাঠামো দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Facebook Comments Box

Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com