রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

‘প্রতারিত’ স্টেগান বার্সাকে একটুও ছাড় দেবেন না

খেলা ডেস্ক   |   রবিবার, ২৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   11 বার পঠিত   |   পড়ুন মিনিটে

‘প্রতারিত’ স্টেগান বার্সাকে একটুও ছাড় দেবেন না

বার্সেলোনার ৩৩ বছর বয়সী জার্মান গোলরক্ষক মার্ক টের স্টেগান মনে করছেন, তিনি প্রতারিত হয়েছেন। গোলরক্ষক নিয়ে কোন পরিকল্পনা কাতালান ক্লাবটির বোর্ড তাকে জানায়নি। বরং নতুন গোলরক্ষক এনে তাকে অপমান করা হয়েছে। বার্সা চাইলেও তিনি তাই চুক্তি থাকাকালীন ক্যাম্প ন্যু ছাড়বেন না।

ওদিকের বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো জবাব দিয়ে বলেছেন, তার কাজ কোন খেলোয়াড়ের সঙ্গে পরিকল্পনা শেয়ার করা নয়। তার কাজ কোচের চাওয়া অনুযায়ী, সেরা দল প্রস্তুত করে দেওয়া।

টের স্টেগানের সঙ্গে বার্সার ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে। ওদিকে এস্পানিওল থেকে বার্সা ২৪ বছর বয়সী স্প্যানিশ গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে ২৫ মিলিয়ন ইউরো দিয়ে দলে ভিড়িয়েছে। হানসি ফ্লিক এই তরুণকে প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে দলে রাখতে চান।

ওদিকে বার্সা বোর্ড ভয়চেক সেজনিকে দ্বিতীয় গোলরক্ষক হিসেবে দলে রাখার কথা ভাবছে। কারণ তার বেতন কম। টের স্টেগানকে ছেড়ে দিতে চায় ক্লাবটি। কিন্তু টের স্টেগান অনড়, তিনি ক্লাব ছাড়বেন না। বার্সাকে কোন ছাড়ও দেবেন না। ক্যাম্প ন্যুতে থাকবেন এবং শুরুর একাদশে জায়গার জন্য লড়বেন।

সংবাদ মাধ্যম স্পোর্ত দাবি করেছে, টের স্টেগান বার্সাকে কঠিন শর্তও দিয়েছেন। তিনি জানিয়ে দিয়েছেন, তাকে যদি রাখতে না চায় তবে চুক্তি বাতিল করুক এবং ২০২৮ সাল পর্যন্ত তার প্রাপ্য বেতন বুঝিয়ে দিক। তিনি এও জানিয়েছেন, বার্সা চুক্তি বাতিল করলে বেতনের এক পয়সাও ছাড় দেবেন না।

টের স্টেগানের প্রতি নজর রাখছে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড তার বিষয়ে খোঁজ খবর রাখছে। চেলসি তাকে দলে নিতে চায় বলে খবর। তুর্কি ক্লাব গালাতাসারায়ে স্টেগানকে প্রস্তাব দিয়েছে। অ্যাস্টন ভিলাও ঢুকতে পারে জার্মান গোলরক্ষককে পাওয়ার লড়াইয়ে।

সংবাদ মাধ্যম দাবি করেছে, স্টেগানের সঙ্গে সমঝোতার আরও একটি পথ খোলা আছে বার্সার সামনে। সেটা হলো তাকে ফ্রি এজেন্টে দলবদলের সুযোগ করে দেওয়া। ফ্রি এজেন্ট হলে ম্যানইউ, চেলসির মতো ক্লাবে ভালো বেতন ও সাইনিং বোনাস নিয়ে যোগ দিতে পারবেন তিনি।

Facebook Comments Box

Posted ১২:৫০ অপরাহ্ণ | রবিবার, ২৯ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com