শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

প্রথমদিন লঙ্কানদের হাতে তুলে দিল বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫   |   প্রিন্ট   |   6 বার পঠিত   |   পড়ুন মিনিটে

প্রথমদিন লঙ্কানদের হাতে তুলে দিল বাংলাদেশ

টেস্টে বাংলাদেশ দলের ধসে যাওয়া নতুন ঘটনা নয়। জিম্বাবুয়ের বিপক্ষেও ব্যাটিংয়ে ধস নামে বাংলাদেশের। কারো কারো সামনে সেই ধস থেকে দলকে উদ্ধারের সুযোগ আসে। উইকেটে সেট হন, রান আসতে থাকে। পরেই আত্মঘাতী কোন শট খেলে মাথা নিচু করে নিজেকে দোষারোপ করতে করতে মাঠ ছাড়েন। কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টেও ঘটেছে একই ঘটনা। উইকেট বিসর্জন দিয়ে বৃষ্টি বৃঘ্নিত দিন ৭১ ওভারে ৮ উইকেটে ২২০ রান তুলে শেষ করেছে বাংলাদেশ।

অথচ ওপেনার সাদমান ইসলাম, দলের সবচেয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিম, রানে থাকা লিটন দাস কিংবা অসুস্থতা কাটিয়ে ফেরা মেহেদী মিরাজ ক্রিজে দারুণভাবে সেট হয়েছিলেন। তারা উইকেট বিলিয়ে দিয়ে আসায় টস জয়ের সুবিধা ঘরে তুলতে পারেনি বাংলাদেশ। বরং কলম্বো টেস্টের প্রথমদিন লঙ্কানদের হাতে তুলে দিয়েছে।

গলের নিঁখাদ ব্যাটিং উইকেটে দুই ইনিংসে ব্যর্থ হয়েছিলেন টেস্ট দলে ফেরা এনামুল হক বিজয়। আউটের বাজে ধরনের পরও ‘আরেকটা সুযোগ পাওয়া উচিত’ সুর তুলে কলম্বো টেস্টেও তাকে একাদশে রাখা হয়। দলে বিকল্প কোন ওপেনারও ছিল না বিজয়কে নির্ভার রাখতে। ওই বিজয় ১০ বল খেলে দু’বার জীবন পেয়েও শূন্য রানে ‘প্লেড অন’ হয়েছেন। গলেও প্রথম ইনিংসে শূন্য করেছিলেন তিনি।

এরপর ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক ওই ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। তারা ৩৮ রান যোগ করেন। সহজে ব্যাটে বল পাওয়া মুমিনুল শট খেলতে গিয়ে পার্ট টাইম স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভাকে উইকেট দেন। তিনি ৩৯ বলে ২১ রান করেন। লাঞ্চের পর নতুন শুরুর সম্ভাবনা জাগিয়ে দুই রানের ব্যবধানে সাজঘরে ফেরেন নাজমুল শান্ত ও সাদমান ইসলাম। এর মধ্যে শান্ত ৮ রান করে ফেরেন। সাদমান ৪৬ রান করে আউট হন।

বাংলাদেশ ৭৬ রানে ৪ উইকেট হারানোর পর ধাক্কা সামলে ওঠার সেরা আশা দেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। তারা ৬৭ রান যোগ করেন। কিন্তু দু’জনই উইকেট বিলিয়ে দেন। লিটন ৫৬ বলে তিন চার ও এক ছক্কায় ৩৪ রান করে আউট হওয়ার সময় নিজের ওপরই ক্ষোভ ঝাড়েন। অথচ শটটা না খেললেও পারতেন তিনি। মুশফিক ৩৫ রানে তার ইনিংসের মৃত্যু খেলেন সুইপ শট খেলতে গিয়ে।

মেহেদী মিরাজ দলের শেষ ভরসা হলেও তিনি ওয়ানডের মতো করে ব্যাট চালাতে শুরু করেন। ৪২ বলে ৩১ রান করে আউট হয়ে ব্যাটে ছুঁড়ে রাগ ঝাড়েন। যার অর্থ নিজেকেই ক্ষমা করতে পারছেন না তিনি। মিরাজের সঙ্গে ক্রিজে দাঁড়ানো নাঈম হাসান অবশ্য দিন শেষে দলকে দুইশ’ ছাড়ানো রান পেতে সহায়তা করেছেন। তিনি ২৫ রান যোগ করেন। তাইজুল ৯ ও এবাদত ৫ রান নিয়ে দিন শেষ করেছেন।

লঙ্কানদের হয়ে কলম্বো টেস্টের প্রথমদিন সেরা কাজটা করেছেন অভিষিক্ত অলরাউন্ডার সুনীল দিনুশা। তিনি মুশফিক ও লিটনকে আউট করেন। পেস জুটি আসিথা ফার্নান্দো ও বিশ্ব ফার্নান্দো দুটি করে উইকেট নিয়েছেন। ধনাঞ্জয়া ও থারিন্ডু নিয়েছেন একটি করে উইকেট। বৃষ্টির ক্ষতি পুষিয়ে দিতে দ্বিতীয় দিন ১৫ মিনিট আগে ম্যাচ শুরু হবে।

Facebook Comments Box

Posted ৩:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com