শনিবার ১২ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ জুন ২০২৫   |   প্রিন্ট   |   67 বার পঠিত   |   পড়ুন মিনিটে

গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

 

নিউইয়র্কে বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা আয়োজিত গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ শুরু হয়েছে। গত ১৫ জুন রোববার নিউইয়র্কের র্যান্ডালস আইল্যান্ড ষ্টেডিয়ামের ফিল্ড ১০ এ বর্নাঢ্য আয়োজনে এ টুর্নামেন্ট উদ্বোধন হয়। উদ্বোধনী দিনে ৪টি দল এ টুর্নামেন্টে অংশ নেয়। ব্রংকস ইউনাইটেড বনাম আইসাব ম্যাচ ২—২ গোলে ড্র হয় এবং গার্ডেন স্টেট এফসি যুব সংঘকে ১—০ গোলে পরাজিত করে।

বাংলাদেশী সহ বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিতে এদিন সন্ধ্যায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান।

 

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ট্রাস্টি মেম্বার ফখরুল ইসলাম দেলোয়ার, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সভাপতি বদরুল খান, বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র প্রতিষ্ঠাতা সভাপতি মনজুর আহমেদ চৌধুরী, জুনেদ আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রশিদ রানা, বিশিষ্ট ব্যবসায়ী সাহেল আবেদীন, বিয়ানী বাজার সমিটির সাধারণ সম্পাদক রেজউল আলম অপু, বাংলাদেশ সোসাইটির সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সাবেক খেলোয়ার মখন মিয়া প্রমুখ।

 

বাংলাদেশ স্পোর্টস কাউন্সিল অব আমেরিকা’র সভাপতি দুলাল মিয়া (এনাম) জানান, প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টটির আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা ছিল শাহ নেওয়াজ গ্রুপের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাহ নেওয়াজের। তিনি অসুস্থতাজনিত কারণে অনুপস্থিত থাকায় বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি মহিউদ্দিন দেওয়ান আনুষ্ঠানের উদ্বোধন করেন।সংগঠনের সভাপতি দুলাল মিয়া (এনাম) জানান, ওই দিন নিউইয়র্ক সিটির র্যান্ডাল আইল্যান্ড ষ্টেডিয়ামে ফ্লাড লাইটে এ ফুটবল টুর্নামেন্টে ৪টি দল অংশ নেয়। প্র্রথম খেলায় ব্র্রঙ্কস ইউনাইটেড বনাম আইসাব ম্যাচের ফলাফল ড্র হয়। ২—২ গোলে ড্র হওয়ায় উভয় দলের মাঝে পয়েন্ট ভাগাভাগি হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় ব্র্রঙ্কস ইউনাইটেড ১ পয়েন্ট এবং আইসাব ১ পয়েন্ট সংগ্রহ করে।দিনের দ্বিতীয় খেলায় গার্ডেন স্টেট এফসি’র সাথে যুব সংঘ মুখোমুখি হয়। আক্রমণ পাল্টা আক্রমনের মধ্য দিয়ে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ এ খেলায় যুব সংঘকে ১—০ গোলে পরাজিত করে গার্ডেন স্টেট এফসি পূর্ণ ৩ পয়েন্ট অর্জন করে।

 

দুলাল মিয়া (এনাম) জানান, এবারের গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নেবে। দলগুলো হলো: ব্র্রঙ্কস ইউনাইটেড, আইসাব, যুব সংঘ, গার্ডেন স্টেট এফসি, ফাইটারস ক্লাব, সন্দ্বীপ ইউনাইটেড, নোয়াখালী টাইগারস এবং স্পোর্টিং ক্লাব।কর্মকর্তারা জানান, গোল্ডেন এজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান ও রানার্স আপ দলকে ব্যাপক আয়োজনের মাধ্যমে পুরস্কৃত করা হবে। এ প্রতিযোগিতা নিয়ে ব্যাপক সাড়া পড়েছে প্রবাসে।

 

Facebook Comments Box

Posted ২:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২০ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com