রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

খেলা ডেস্ক   |   বুধবার, ১৮ জুন ২০২৫   |   প্রিন্ট   |   10 বার পঠিত   |   পড়ুন মিনিটে

১৩ বছরের বড় মডেলের প্রেমে মজেছেন ইয়ামাল

ফুটবল দুনিয়ায় নতুন সম্ভাবনার নাম লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই স্প্যানিশ তারকা ইতোমধ্যেই নিজের দক্ষতায় মুগ্ধ করেছেন সবাইকে। ব্যস্ত মৌসুম শেষে ১৭ বছর বয়সী ইয়ামাল লম্বা ছুটিতে আছেন। স্প্যানিশ দৈনিক ‘মুন্দো দেপোর্তিভো’ দাবি করেছে, ১৩ বছরের বড় প্রেমিকা স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমান ক্রু ফাতি ভাজকেজের সাথেই নাকি তার এই লম্বা ছুটি কাটছে। আসলেই ঘটনা কতটা সত্যি?

ছুটি কাটাতে ইতালিতে অবস্থান করছেন ইয়ামাল। সেখানে একটি রিসোর্টের সুইমিংপুলের পাশে বিশ্রামরত একটি ছবি তিনি প্রকাশ করেন ইনস্টাগ্রামে। এরই মধ্যে স্প্যানিশ মডেল, ইনফ্লুয়েন্সার ও বিমানকর্মী ফাতি ভাজকেজও একটি ছবি প্রকাশ করেন ইনস্টাগ্রামে. একই জায়গা, একই সুইমিংপুল। এতেই শুরু হয় আলোচনা।

মুন্দো দেপোর্তিভো জানিয়েছে, ইয়ামাল ও ৩০ বছর বয়সী ফাতি ভাজকেজ একই রিসোর্টে সময় কাটিয়েছেন এবং দুজন প্রেমের সম্পর্কে রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুজনের বয়সের ব্যবধান ১৩ বছর হলেও তা যেন বাধা নয় ভালোবাসায়। আরেক স্প্যানিশ সাময়িকী লেকচারাস একটি ছবি প্রকাশ করেছে, যেখানে ইয়ামাল ও ফাতিকে একসঙ্গে স্পিডবোটে দেখা যায়। ইয়ামাল চালাচ্ছেন, আর পেছনে বসে তাঁকে জড়িয়ে ধরে আছেন ফাতি। এতে সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়েছে।

তবে এ বিষয়ে ভিন্ন মত দিয়েছেন ইনফ্লুয়েন্সার জাভি দে ওইয়োস। তিনি দাবি করেছেন, ইয়ামাল ও ফাতির মধ্যে কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি নিজেও ওই রিসোর্টে ছিলেন এবং জানিয়েছেন, ইয়ামালের সঙ্গে বার্সেলোনার আরও কয়েকজন সতীর্থও সেখানে ছিলেন।

তবে প্রেমের গুঞ্জন ছড়ানোর পর থেকেই নানা হুমকির মুখে পড়েছেন ফাতি। এ নিয়ে ইনস্টাগ্রামে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে কিছু মানুষ এমন অন্ধভাবে ঘৃণা করে যে, তারা এমন একজন মানুষের মৃত্যুকামনা করে যাকে তারা চিনেই না। আমি তাদের আরোগ্য কামনা করি, যেন তারা আর কাউকে ধ্বংস করতে না চায়।’

পেশায় এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেনডেন্ট ফাতি ভাজকেজ একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারও। ইউটিউবে তার অনুসারী ১০ লাখের বেশি, ইনস্টাগ্রামে প্রায় ৪ লাখ ও টিকটকে ৩ লাখ ২০ হাজারেরও বেশি অনুসারী রয়েছে।

Facebook Comments Box

Posted ১১:৫৮ পূর্বাহ্ণ | বুধবার, ১৮ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com