রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মেসিকে তুলে নেওয়ার কারণ জানালেন স্কালোনি

খেলা ডেস্ক   |   বুধবার, ১১ জুন ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

মেসিকে তুলে নেওয়ার কারণ জানালেন স্কালোনি

বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিকে গুরুত্ব দিয়েছিল প্রস্তুতি ও দলের ছন্দ ঠিক রাখার মঞ্চ হিসেবে। যদিও জয়ের দেখা মেলেনি, তবে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা।

ম্যাচ শেষে খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশেষ করে থিয়াগো আলমাদার প্রশংসায় ভাসিয়েছেন তিনি। আলমাদার দুর্দান্ত গোলে সমতায় ফিরেছিল আর্জেন্টিনা। স্কালোনি বলেন, ‘ওর (আলমাদা) সবচেয়ে বড় শক্তি হলো দায়িত্ববোধ ও বল চাওয়ার সাহস। আজ সে অসাধারণ খেলেছে। ওর মতো খেলোয়াড় দলে থাকলে আমাদের আত্মবিশ্বাস বাড়ে।’

পুরো দলের লড়াইয়ের মনোভাব নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি, ‘এই দলের সবচেয়ে বড় গুণ হলো হাল না ছাড়া মানসিকতা। প্রতিপক্ষ কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেও আমরা দমে যাইনি। বল দখলের জন্য লড়াইসহ সব জায়গায় ছেলেরা নিজেদের উজাড় করে দিয়েছে’

এদিকে ম্যাচ শেষে প্রশ্ন উঠেছে পিছিয়ে থাকা অবস্থায় মেসিকে তুলে নেওয়া প্রসঙ্গেও। কারণ সাধারণত মেসি পুরো ম্যাচ খেলে থাকেন। এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে স্কালোনি বলেন, ‘মেসিকে তুলে নেওয়ার পরিকল্পনা ছিল না। যখন দেখল আমরা দু’টি পরিবর্তন আনছি, তখন নিজেই এসে বলল তাকে তুলে নেওয়াই ভালো হবে। আমি তাই তাকে বদলি করি। না হলে আমি তাকে তুলতাম না। আপনি জানেন, আমি ওকে কীভাবে দেখি।’

তবে বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসরের আগে এমন ম্যাচগুলোকে প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন আর্জেন্টিনার কোচ, ‘আজকের ম্যাচটা দেখাল, বড় ম্যাচে দল প্রস্তুত আছে’

Facebook Comments Box

Posted ৯:৪৫ পূর্বাহ্ণ | বুধবার, ১১ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com