রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কার জায়গায় খেলবেন শমিত

খেলা ডেস্ক   |   সোমবার, ০৯ জুন ২০২৫   |   প্রিন্ট   |   15 বার পঠিত   |   পড়ুন মিনিটে

কার জায়গায় খেলবেন শমিত

লাল-সবুজের জার্সি গায়ে হামজা চৌধুরীর অভিষেক হয়েছে ভারত ম্যাচের বিপক্ষে। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুলও বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলে নিয়েছেন ভুটানের বিপক্ষে। অপেক্ষা এখন আরেক প্রবাসী শমিত সোমের।

বুধবার সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচ খেলতে নামছেন তিনি। কিন্তু কানাডা প্রবাসী এই ফুটবলারকে কোন পজিশনে খেলাবেন কোচ ক্যাবরেরা। কার জায়গাতেই বা খেলাবেন তিনি। এমনিতে কানাডার ক্লাব ক্যাভালরি এফসিতে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে থাকেন তিনি। যে পজিশনে ভুটানের বিপক্ষে খেলেছিলেন জামাল ভূঁইয়া। তাহলে কি তার বদলেই শুরুর একাদশে দেখা যাবে শমতিকে?

উত্তর মিলছে না বাংলাদেশ কোচ তার দলকে নিয়ে ক্লোজড ডোর অনুশীলন করতে থাকায়। তবে শমিত নিজে জানিয়েছেন, তিনি ‘নম্বর এইট’ পজিশনে খেলে থাকেন বেশি। যার দায়িত্বই বক্স টু বক্স খেলা। সেখানে হয় তাকে হামজার পাশে নয়তো সামনে খেলাতে পারেন ক্যাবরেরা। আপাতত যা খবর তাতে হামজার সামনেই দেখা যেতে পারে শমিমতকে। সেই সঙ্গে শুরুর একাদশে আরেকটি পরিবর্তনের ইঙ্গিতও পাওয়া গেছে। সোহেল রানার জায়গায় মোহাম্মদ হৃদয়কে নামাতে পারেন কোচ।

তবে পজিশন যাই হোক না কেন শমিত প্রস্তুত বাংলাদেশের হয়ে তার অভিষেক ম্যাচের জন্য। ভুটানের বিপক্ষে ক্যাবরেরার ৪–২–৩–১ ফরমেশনে মাঠ সাজিয়েছিলেন। যেখানে রক্ষণে সাদ উদ্দিন, তপু বর্মণ, তারিক কাজী আর তাজ উদ্দিনকে দিয়ে রক্ষণ সাজিয়েছিলেন কোচ। পাঁচ মিডফিল্ডারের সঙ্গে সেন্টার ফরোয়ার্ড রেখেছিলেন রাকিব হোসেনকে। সিঙ্গাপুরের বিপক্ষেও এই ফরমেশন থাকবে কিনা বলা যাচ্ছে না। তবে পাঁচ মিডফিল্ডারের মধ্যে হামজা, সোহেল, ফাহমিদুল, জামাল, কাজেমের মধ্যে থেকে কোনো একজনের জায়গায় শুরুর একাদশে দেখা যেতে পারে শমিতকে।

ভুটানের বিপক্ষে সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে শুরুর একাদশে ছিলেন জামাল ভূঁইয়া। সিঙ্গাপুর ম্যাচে হয়তো ম্যাচের শেষদিকে বদলি হিসেবে দেখা যেতে পারে তাকে।

Facebook Comments Box

Posted ২:১২ অপরাহ্ণ | সোমবার, ০৯ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com