রবিবার ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হামজাকে দলে চায় চ্যাম্পিয়ন্স লিগের দল

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫   |   প্রিন্ট   |   20 বার পঠিত   |   পড়ুন মিনিটে

হামজাকে দলে চায় চ্যাম্পিয়ন্স লিগের দল

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী ইংল্যান্ডের লেস্টার সিটির খেলোয়াড়। সদ্য শেষ হওয়া মৌসুমে লেস্টার থেকে শীতকালীন দলবদলের মৌসুমে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে ধারে যোগ দিয়েছিলেন তিনি।

শেফিল্ডের সামনে সুযোগ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার। কিন্তু প্লে অফে হেরে হৃদয় ভেঙেছে তাদের। ওদিকে হামজার বর্তমান দল লেস্টার সিটিও চ্যাম্পিয়নশিপে নেমে গেছে। হিসাব অনুযায়ী তাই আগামী মৌসুমে লেস্টারেই খেলার কথা হামজার।

লেস্টারের সঙ্গে হামজার এখনো দুই বছরের চুক্তি রয়েছে। তবে ২৭ বছর বয়সী বাংলাদেশি মিডফিল্ডারকে দলে নিতে আগ্রহী আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া গ্রিসের দল অলিম্পিয়াকোস। গ্রিসের স্পোর্টস এফএম দিয়েছে এই খবর।

সংবাদ মাধ্যমটির মতে, অলিম্পিয়াকোসের কোচ জোসে লুইস মেন্ডিলিবার মনে করেন, তার সিস্টেমের সঙ্গে হামজা খুব কার্যকরী একজন ফুটবলার। ওদিকে লেস্টারের সঙ্গে চুক্তি থাকলেও তিনি পুনরায় সেখানে যোগ দিতে চান না বলেও খবর। সব মিলিয়ে গ্রিস হতে পারে হামজার নতুন ঠিকানা।

গ্রিক ক্রীড়া সাংবাদিক জিওরগোস সানাকাস জানিয়েছেন, অলিম্পিয়াকোস বেশ জোর দিয়েই হামজাকে দলে নেওয়ার চেষ্টা করছে। হামজা সদ্য শেষ হওয়া মৌসুমে অধিকাংশ সময় রাইট ব্যাক পজিশনে খেলেছেন। তবে মেন্ডিলিবার তার কৌশলে হামজাকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেই বিবেচনা করছেন। চ্যাম্পিয়ন্স লিগে হামজার মতো ডিফেন্সিভ মিডফিল্ডার দরকার বলেও ক্লাবকে জানিয়েছেন দলটির কোচ।

অলিম্পিয়াকোস তিন বছর পর লিগ শিরোপা জিতেছে। এতেই চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়া দলে ভারসাম্য আনতে সুযোগ পেয়েছে গ্রিসের ক্লাবটি। শেষ হওয়া মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ জিতে সরাসরি আগামী মৌসুমের ইউরোপ সেরার লড়াইয়ে জায়গা পেয়েছে পিএসজি। আবার লিগ চ্যাম্পিয়ন হয়েও চ্যাম্পিয়ন্স লিগে জায়গার দাবিদার লা প্যারিসিয়ানরা। যে কারণে একটা দলের জন্য ফাঁকা হওয়া জায়গাটা পেয়েছে অলিম্পিয়াকোস।

জন্ম বেড়ে ওঠা ইংল্যান্ডে হলেও বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী। ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলে খেলা এই তারকার গত মার্চে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়। বুধবার ভুটানের বিপক্ষে গোল পেয়েছেন তিনি। বাংলাদেশের জার্সি পরতেই প্রিমিয়ার লিগে খেলা প্রথম বাংলাদেশি ফুটবলারের স্বীকৃতি পান তিনি। এবার হামজার সামনে প্রথম বাংলাদেশি হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ আসতে যাচ্ছে। যদিও হামজা বা তার এজেন্ট এই চুক্তির বিষয়ে কী ভাবছেন তা জানা যায়নি।

Facebook Comments Box

Posted ১০:৫৬ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ জুন ২০২৫

nykagoj.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement
সম্পাদক
আফরোজা ইসলাম
কন্ট্রিবিঊটিং এডিটর
মনোয়ারুল ইসলাম
Contact

+1 845-392-8419

E-mail: nykagoj@gmail.com